This Article is From Feb 12, 2020

স্বামীর জন্য ডিমের ফ্রায়েড রাইস রাঁধলেন Smriti Irani, ছবিতে দেখুন সেই পদ

একই অঙ্গে বহু রূপ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Minister Smriti Irani) । এবার নিজেকে রন্ধন পটিয়সী হিসেবে তুলে ধরলেন স্মৃতি ইরানি

স্বামীর জন্য ডিমের ফ্রায়েড রাইস রাঁধলেন Smriti Irani, ছবিতে দেখুন সেই পদ

বরের জন্য ডিমের ফ্রায়েড রাইস রেঁধে, রেসিপি সোশাল সাইট দিলে স্মৃতি ইরানি।

হাইলাইটস

  • ডিমের ফ্রায়েড রাইস রেঁধে সোশাল সাইটে শেয়ার করলেন স্মৃতি
  • বরের আবদার মেটাতে সেই পদ, ইনস্টাগ্রামে জানিয়েছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী
  • সেই রান্নার পদও শেয়ার করেছেন স্মৃতি
নয়াদিল্লি:

একই অঙ্গে বহু রূপ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Minister Smriti Irani) । এবার নিজেকে রন্ধন পটিয়সী হিসেবে তুলে ধরলেন স্মৃতি ইরানি। দিন কয়েক মেয়ের জন্য হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিওন রেঁধে ছিলেন স্মৃতি ইরানি। এবার বরের জন্য ডিমের ফ্রায়েড (egg fried rice) রাইস রাঁধলেন স্মৃতি। সেই রান্নার পদও সোশাল সাইটে  শেয়ার করেছেন তিনি। যা ইতিমধ্যে ৭ লক্ষ নেটিজেন দেখে ফেলেছে। শেয়ার হয়েছে কয়েক হাজার। মোট ৭ ধাপে  তৈরি হয়েছে এই পদ। সোশাল সাইটে সেই পদ পোস্ট করে স্মৃতি লিখেছেন, শুধু বাচ্চা না। বড়দের আবদার মেটাতেও আমাকে রান্না করতে হয়ে। সেই পোস্টে জুড়ে দেওয়া হয়েছে তাঁর স্বামীকেও। 

প্রথম ধাপ: ভালো করে কাটা আদা, গাজর আর পেয়াজ। rq1h035k

পোস্ট করা সেই রেসিপি 

দ্বিতীয় ধাপ: স্প্রিং পেয়াজ কাটা 

j5sims1c

পোস্ট করা সেই রেসিপি 

তৃতীয় ধাপ: জলে ভিজিয়ে রাখা মাশরুম 

suq4k6pk

পোস্ট করা সেই রেসিপি 

চতুর্থ ধাপ: সেদ্ধ চাল 

6igf1q3s

পোস্ট করা সেই রেসিপি 

পঞ্চম ধাপ: সব সব্জি ভালো করে ভাজতে হবে। সঙ্গে ডিম ফাতি দিতে হবে। মন্ত্রীর সতর্কবার্তা, বেশি ভাজা যেন না হয়।

78gtqsbc

পোস্ট করা সেই রেসিপি 

ষষ্ঠ ধাপ: চাল, অয়েসটার সস, হালকা সোয়া সস আর কালো মরিচ 

48bst64g

পোস্ট করা সেই রেসিপি 

সপ্তম ধাপ: এই নিন আপনাদের ডিমের ফ্রায়েড রাইস 

4n5tn6b4

পোস্ট করা সেই রেসিপি 

.