This Article is From Jan 17, 2019

জম্মু- দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে

কয়েকজন ট্রেনের ভেতরে  প্রবেশ করে বলে জানা গিয়েছে

জম্মু- দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে

হাইলাইটস

  • যাত্রীদের অভিযোগ তাঁরা জানতে পেরেছেন ট্রেনে নিরাপত্তারক্ষী ছিল না
  • উত্তর শোনার পর অনলাইনে অভিযোগ দায়ের করেন এক যাত্রী
  • হাতে পাওয়া কয়েকটি নির্দিষ্ট সূত্রকে সামনে রেখে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ
নিউ দিল্লি:

জম্মু- দিল্লি দুরন্ত এক্সপ্রেসের এসি টু-টায়ারে  ডাকাতি । ট্রেনের দুটি কামরায় ডাকাতি হয়েছে  বলে খবর। আজ ভোরের দিকে দিল্লির কাছাকাছি এক জায়গায় এই ঘটনাটি ঘটেছে। অস্ত্র হাতে কয়েকজন ট্রেনের ভেতরে  প্রবেশ করে বলে জানা গিয়েছে।

ট্রেনেরই এক যাত্রী অনলাইনে বিষয়টি জানান। রেলওয়ের পোর্টালে তিনি লেখেন, ‘আচমকাই ট্রেনের ভেতর ৭-১০ জন ঢুকে পড়ে। তাদের সঙ্গে  ধারাল অস্ত্র ছিল। সেগুলি যাত্রীদের গলায় ঠেকিয়ে তাঁদের সঙ্গে  থাকা মোবাইল, ম্যানিব্যাগ সহ অন্য জিনিসপত্র কেড়ে নিতে শুরু   করে তারা।' গোটা ব্যাপারটি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে চলেছে বলে পুলিশ জেনেছে।  কয়েকটি নির্দিষ্ট সূত্র হাতে  পেয়েছে রেল পুলিশ। সেগুলিকে সামনে রেখেই চলছে  তদন্ত।

যাত্রীদের অভিযোগ, ডাকাতির পর তারা রেল কর্মীদের  কাছে  নিরাপত্তা রক্ষীদের কথা জানতে চান। কর্মীরা তাঁদের জানান ট্রেনে কোনও নিরাপত্তা কর্মী নেই। এই উত্তর শোনার  পর অনলাইনে অভিযোগ দায়ের করেন এক যাত্রী।যাত্রীদের অনেকেই বলছেন বেশি ভাড়ার  এসি কামরায় যদি নিরাপত্তার এই হাল হয় তাহলে স্লিপার ক্লাসে কী হবে?                                   

.