This Article is From Feb 14, 2019

“আত্মবলিদান বিফলে যাবে না”, পুলওয়ামায় হামলা নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

IED Blast in Pulwama: জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফের কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা, শহিদ হন প্রায় ১৮ জন জওয়ান, আহতের সংখ্যা ৪০ জনেরও বেশী।

“আত্মবলিদান বিফলে যাবে না”, পুলওয়ামায় হামলা নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Pulwama IED Blast: প্রাথমিক রিপোর্টে জানা গেছে, মহিন্দ্রা স্করপিও গাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক রেখেছিল জঙ্গিরা

নিউ দিল্লি:

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার হামলার ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন, দেশের সৈনিকদের আত্মবলিদান ব্যর্থ হবে না।

ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়।আমি এই ধরণের কারপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। আমাদের বীর নিরাপত্তাকর্মীদের বলিদান বিফলে যাবে না।বীর শহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ।আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন”।

বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা, শহিদ হন ১৮ জন জওয়ান, আহত হন অন্তত ৪০ জন।প্রাথমিকভাবে জানা গেছে, একটি স্করপিও গাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই করে হামলা চালিয়েছে জঙ্গিরা।

.