This Article is From Mar 30, 2019

নরেন্দ্র মোদী তো বিরিয়ানি খেতে গিয়েছিলেন পাকিস্তানে, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Lok shabha Election 2019: তিনি আরও জানান, যেহেতু এখন মামলাটি বিচারাধীন , তাই তিনি কোনওভাবেই অযোধ্যার রামমন্দিরে গিয়ে পুজো দেবেন না।

নরেন্দ্র মোদী তো বিরিয়ানি খেতে গিয়েছিলেন পাকিস্তানে, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Lok shabha Election 2019: উত্তরপ্রদেশে তাঁর নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে একটি মেগা রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী।

অযোধ্যা:

শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, ২০১৫ সালে মোদী পাকিস্তানে গিয়েছিলেন বিরিয়ানি খাওয়ার জন্য। কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তানের বাসিন্দারা আনন্দে হাততালি দেবেন। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের উদ্দেশে ইঙ্গিত করেই প্রিয়াঙ্কা এই কথা বলার পর জানান যে, ‘তাঁরা কী করবেন না করবেন, সেটা তো ওই দেশের বাসিন্দাদের নিজস্ব ব্যাপার”। শুক্রবার উত্তরপ্রদেশের মীরাটের জনসভায় এসে তিনি বলেন, “২০১৫ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার নামে পাকিস্তানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী কেবলই বিরিয়ানি খেতে”।

বিশাল রোড শো ও জনসভা করে আজ নিজের মনোনয়নপত্র জমা দেবেন অমিত শাহ

সান বিম পাবলিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে একটি কথোপকথনের সেশনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেত্রী।

তিনি আরও জানান, যেহেতু এখন মামলাটি বিচারাধীন , তাই তিনি কোনওভাবেই অযোধ্যার রামমন্দিরে গিয়ে পুজো দেবেন না

শত্রুঘ্ন সিনহার পদত্যাগের পর সোনাক্ষী বললেন “আগেই ছাড়া উচিৎ ছিল”

উত্তরপ্রদেশে তাঁর নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে একটি মেগা রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ১৫ কিলোমিটারের ওই রোড শো'তে ছিলেন কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক। তাঁরা স্লোগান তুলছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এচাড়া, যে পোস্টারগুলি ছিল তাঁদের সঙ্গে, সেগুলির মধ্যে বেশ কয়েকটিতে লেখা ছিল- ‘ইন্দিরা গান্ধী রিটার্নস'।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.