This Article is From Nov 21, 2019

অর্থনৈতিক মন্দা কাটাতে কী করা উচিত, প্রধানমন্ত্রীকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দলের মতামতও গ্রহণ করা উচিত সরকারের।

অর্থনৈতিক মন্দা কাটাতে কী করা উচিত, প্রধানমন্ত্রীকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

আবারও কেন্দ্রের বিরোধিতায় মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • কেন্দ্রের বিরোধিতায় মুখর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • বিলগ্নীকরণের বিরোধিতা করেন তিনি
  • বলেন, এতে স্থায়ী সমাধান হবে না
মুর্শিদাবাদ:

আবারও কেন্দ্রের বিরোধিতায় মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। রাষ্ট্রায়ত্ত সংস্থার কেন্দ্রের অংশীদারি বিক্রয় করা বা বিলগ্নীকরণের বিরোধিতা করে তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  (PM Modi) উচিত অর্থনৈতিক মন্দার (Economic Crisis) সঙ্গে লড়াই করতে বিশেষজ্ঞ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। তিনি বলেন, এভাবে কোনও কোনও সংস্থা থেকে নিজেদের অংশীদারি বিক্রি করে স্থায়ী সমাধান করা সম্ভব নয়। এতে হয়তো সাময়িক উপশম হবে। কিন্তু স্থায়ী সমাধানের জন্য এই পদক্ষেপ কার্যকরী হবে না। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘‘কেন্দ্রের উচিত এই ধরনের ছোটখাটো পদক্ষেপ না করে স্থায়ী সমাধানের দিকে তাকানো। যতদিন আর্থিক পরিস্থিতি ঠিক না হচ্ছে, এই ধরনের পদক্ষেপ ফলপ্রসূ হবে না।''

সপ্তাহান্তেই মহারাষ্ট্রে সরকার গঠন? ইঙ্গিত শিবসেনা, এনসিপি, কংগ্রেসের

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও নির্বাচিত সরকারকে স্বাধীন ভাবে কাজ করার অনুমতি দেওয়া উচিত। কিন্তু দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দলের মতামতও গ্রহণ করা উচিত। তিনি বলেন, ‘‘আমার মতে প্রধানমন্ত্রীর উচিত এই দরনের সংকটের মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা উচিত। পাশাপাশি সর্বদলীয় বৈঠকও ডাকা উটিত আলোচনার জন্য।''

মুসলিম অধ্যাপক নিয়ে বিক্ষোভের মধ্যেই খুলল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় সরকার ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিপিসিএল, এসসিএল, কনকর— এই তিন সংস্থারকে বেসরকারিকরণ এবং টিএইচডিসি ইন্ডিয়া ও এনইইপিসিও-তে সরকারের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.