This Article is From Oct 20, 2018

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তলনে লাল কেল্লায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

সাধারণত প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন।

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তলনে লাল কেল্লায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

1943 সালের 21শে অক্টোবর সুভাষ চন্দ্র বোস ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন।  

নিউ দিল্লী:

রবিবার সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত “আজাদ হিন্দ সরকারের” 75 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন।  বুধবার ভিডিও কনফারেন্সে বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করেন। সাধারণত প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধানমন্ত্রী জানান, বিজেপি রাজনৈতিক মতাদর্শ ভেদে দেশের সেবায় নিয়োজিত সকলকে সম্মান করে। তিনি জানান, তাঁর সরকার সে সব স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ায় যাঁদের অবদান কংগ্রেস সরকার অস্বীকার করেছে। কংগ্রেস ভীমরাও রামজি অম্বেদকর, সুভাষ চন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষদের কৃতিত্ব অস্বীকার করেছে এবং কংগ্রেস সরকারের এহেন কাজের সমালোচনা করে মোদী জানান তাঁর সরকার বিভিন্ন আঞ্চলিক ব্যক্তিবর্গের অবদানের কথা মাথায় রেখে সংগ্রহশালা তৈরি করেছেন এবং দলিত আইকন বি আর অম্বেদকরের স্মরণে পাঁচটা অঞ্চল চিহ্নিত করেছে।  

“দেশের সেবায় নিয়োজিত প্রত্যেককে আমরা সম্মান করি”, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজাদ হিন্দ ফৌজের জন্য তৈরি সংগ্রহশালারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী।

1943 সালের 21শে অক্টোবর সুভাষ চন্দ্র বোস ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন।  

.