This Article is From Jan 30, 2019

পাক গায়ক রাহত ফাতেহ আলি খানকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

৪৫ দিনের মধ্যে ইডির নোটিশের জবাব দিতে বলা হয়েছে এই পাক গায়ককে।

পাক গায়ক রাহত ফাতেহ আলি খানকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

রাহত ফাতেহ আলি খানকে বিদেশি মুদ্রাবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

নিউ দিল্লি:

জনপ্রিয় পাকিস্তানি গায়ক রাহত ফাতেহ আলি খানকে আজ শোকজ নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিদেশি মুদ্রা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।

উনি তো সব দেখেও 'অন্ধ' হয়ে রয়েছেন ধৃতরাষ্ট্রের মতো, মমতাকে তোপ বিপ্লব দেবের

রাহত ফাতেহ আলি খানকে বিদেশি মুদ্রাবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ৪৫ দিনের মধ্যে ইডির নোটিশের জবাব দিতে বলা হয়েছে এই পাক গায়ককে। ফাতেহ আলি খানের বিরুদ্ধে এই মামলা ২০১৪ সালে শুরু হয়। তদন্তকারী এই সংস্থা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় গায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

২০১১ সালে দিল্লি বিমানবন্দরে রাজস্ব অধিদফতরের গোয়েন্দা কর্মকর্তারা গায়ককে গ্রেফতারও। সেই সময়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি, অবৈধভাবে ১.২৪ লাখ মার্কিন ডলার নিয়ে যাচ্ছেন। গায়ক অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

.