This Article is From Mar 16, 2019

গৌতম গম্ভীর থেকে শুরু করে উড়িষ্যার চা বিক্রেতা, কারা কেন পেলেন পদ্ম পুরস্কার?

Padma Awards 2019: এই বছর, ১১২ টি পদ্ম পুরস্কারের মধ্যে, চারটি পদ্মবিভূষণ, ১৪ টি পদ্মভূষণ এবং ৯৪ টি পদ্মশ্রী সম্মান প্রদানের কথা প্রজাতন্ত্র দিবসেই ঘোষণা করা হয়েছিল।

গৌতম গম্ভীর থেকে শুরু করে উড়িষ্যার চা বিক্রেতা, কারা কেন পেলেন পদ্ম পুরস্কার?

Padma award: পদ্মশ্রী সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

নিউ দিল্লি:

দিল্লির রাষ্ট্রপতি ভবনে ২০১৯ সালের পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার বিতরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, অভিনেতা মনোজ বাজপায়ী, পর্বতারোহী বাচেন্দ্রী পাল, ইসরো'র বিজ্ঞানী নাম্বি নারায়ণন ও উড়িষ্যার চা বিক্রেতা ডি প্রকাশ রাও এই পুরস্কারপ্রাপকদের অন্যতম। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে একটি হল পদ্ম পুরষ্কার। চলতি বছরের সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে সকলের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। গত সপ্তাহে সোমবার পদ্ম পুরষ্কার প্রদানের অনুষ্ঠানের একটি আয়োজিত হয়েছিল, যার মধ্যে প্রাক্তন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর, আকালি দলের নেতা সুখদেব সিং ধিন্দসা, চলচ্চিত্র ব্যক্তিত্ব মোহনলাল ও প্রভু দেবাদের সম্মান জানানো হয়।

দেখে নিন ২০১৯ সালের পদ্ম পুরস্কার (Padma Awards ceremony 2019) প্রদানের কিছু ছবি:

"ম্যায় ভি চৌকিদার" স্লোগান দিয়ে শুরু হতে চলেছে বিজেপির নির্বাচনী প্রচার

lpjesm44

Padma Awards 2019: ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণ পদ্মভূষণ সম্মানে ভূষিত।

4j1igjn8

Padma Awards 2019: পদ্মশ্রী পেলেন হরভিন্দর ফুলকা।

l1il4ems

Padma Awards 2019: ডি প্রকাশ রাও, উড়িষ্যার কটকের চা বিক্রেতা। বস্তির শিশুদের জন্য স্কুল চালান তিনি।

0imlope4

Padma Awards 2019: পর্বতারোহী বাচেন্দ্রী পাল রাষ্ট্রপতি কোভিন্দের হাত থেকে পদ্মভূষণ সম্মান পেয়েছেন।

msjhjkfg

Padma Awards 2019: লোক সঙ্গীত শিল্পী গায়ক তিজান বাই পদ্মভূষণে সম্মানিত।

fg128bsg

Padma Awards 2019: অভিনেতা মনোজ বাজপায়ী পদ্মশ্রী পেয়েছেন।

 

এমডিএইচ-এর মালিক মহাশয় ধর্মপাল গুলাতি, বাণিজ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য পদ্মভূষণ পান।

 ইভিএম কোথায় যাচ্ছে নজরে রাখতে ভোটকর্মীদের গাড়িতে জিপিএস বসাচ্ছে কমিশন

jrga7blo

Padma Awards 2019: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রি পদ্মশ্রী পেয়েছেন।

এই বছর, ১১২ টি পদ্ম পুরস্কারের মধ্যে, চারটি পদ্মবিভূষণ, ১৪ টি পদ্মভূষণ এবং ৯৪ টি পদ্মশ্রী সম্মান প্রদানের কথা প্রজাতন্ত্র দিবসেই ঘোষণা করা হয়েছিল। পুরস্কারপ্রাপকদের মধ্যে ২১ জন মহিলা, ১১ জন বিদেশি ভারতীয়, ৩ টি মরণোত্তর সম্মান এবং একজন রূপান্তরকামী ব্যক্তি রয়েছেন। সামাজিক কাজ, জনগণের বিষয়, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, ঔষধ, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা এবং সিভিল সার্ভিসের নানা ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়।

Padma Awardees 2019-এর সম্পূর্ণ তালিকার জন্য এখানে ক্লিক করুন।

2019 সালের পুরস্কারের জন্য ৫০,০০০ মনোনয়ন জমা পড়ে। ২০১৪ সালের তুলনায় যা ২০ গুণ বেশি। ওই সালে মনোনয়ন ছিল মাত্র ২২০০। 

.