This Article is From Apr 30, 2019

বিদেশি নাগরিকত্ব: রাহুলকে অবস্থান স্পষ্ট করতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও কংগ্রেস সভাপতিকে নিজেদের বক্তব্য জানাতে  বলল                             

বিদেশি নাগরিকত্ব: রাহুলকে অবস্থান স্পষ্ট করতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

হাইলাইটস

  • নির্বাচনের মাঝেই রাহুলের নাগরিকত্ব নিয়ে তাঁর ব্যাখ্যা চাইল কেন্দ্র
  • সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করে আসছেন রাহুল ব্রিটিশ নাগরিক
  • এবার দুটি আসন থেকে লড়াই করছেন কংগ্রেস সভাপতি
নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের  (Lok sabha Election 2019 ) মাঝেই রাহুলের নাগরিকত্ব নিয়ে  তাঁর ব্যাখ্যা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রক (Union Home Ministry)।  বিজেপি নেতা  সুব্রহ্মণম স্বামী অভিযোগ করে আসছেন রাহুল  ব্রিটিশ নাগরিক। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও কংগ্রেস সভাপতিকে (Congress President) নিজেদের বক্তব্য জানাতে  বলল। এবার দুটি আসন থেকে  লড়াই করছেন রাহুল। তার মধ্যে  কেরালার ওয়ানড় কেন্দ্রে  ভোট  গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে  গিয়েছে। আর অমেঠীর ভোট বাকি আছে।  

bflbjgv

     স্বরাষ্ট্রমন্ত্রকের সেই চিঠি। 

                      

স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নোটিসে নাগরিকত্ব বিভাগের অধিকর্তা বি সি যোশী জানিয়েছেন আমাকে আপনাকে (রাহুল গান্ধী)  জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে  সুব্রহ্মণ্যম স্বামী একটি বক্তব্য সামনে এনেছেন তিনি বলেছেন ব্রিটেনে ২০০৩ সালে ব্যাক আপস লিমিটেড নামে একটি কোম্পানি পথ চলা শুরু হয়েছিল। সেটির ঠিকানা ৫১ সাউথ গেট স্টিট। আর আপনি সেই কোম্পানির একজন অধিকর্তা। সেখানে আরও বলা হয়েছে এই কোম্পানির অধিকর্তা হিসেবে আপনি নিজের জন্মের তারিখ ১৯৭০ সালের ১৯ জুন বলেছেন। পাশাপাশি ২০০৫ সালের ১০ অক্টোবর থেকে 2006 সালের ৩১  অক্টোবর পর্যন্ত এই কোম্পানির আয়কর আয়কর রিটার্নও জমা পড়েছে। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে এ ব্যাপারে কী তথ্য আপনার কাছে রয়েছে তা আমাদের জানান। চিঠিতে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যেই রাহুলকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। ২০১৫ সাল থেকেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আসছেন পরের বছর মানে ২০১৬ সালে রাহুল বলেছিলেন সুব্রহ্মণ্যম দেশকে ভুল বোঝানোর চেষ্টা করছেন এবার নির্বাচনী প্রক্রিয়ার মাঝেই আবার প্রকাশ্যে এল বিষয়টি।

.