This Article is From Mar 17, 2020

ইরানে আটকে থাকা ২৫০-র বেশি ভারতীয় করোনা আক্রান্ত, চিকিৎসকরা জানালেন

২০০-রও বেশি ভারতীয় গত সপ্তাহে ইরান থেকে দেশে ফেরেন। এঁদের অধিকাংশই ইরানের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।

ইরানে আটকে থাকা ২৫০-র বেশি ভারতীয় করোনা আক্রান্ত, চিকিৎসকরা জানালেন

ইরানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,০০০ ছাড়িয়েছে। (প্রতীকী)

নয়াদিল্লি:

ইরানে (Iran) আটকে থাকা ২৫০-রও বেশি ভারতীয়র শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। ভারত থেকে সেখানে যাওয়া চিকিৎসকদের তৈরি করা তালিকা থেকে তেমনটাই জানা যাচ্ছে। লাদাখের কার্গিল থেকে ৮০০ জনের প্রতিনিধি দল ইরানে গিয়েছিল। দলটি গত ফেব্রুয়ারি থেকে ইরানে আটকে রয়েছে। তাঁদের অধিকাংশই কোম নামের এক স্থানে হোটেল বা অন্যত্র বন্দি হয়ে রয়েছেন। প্রসঙ্গত, ইরানের ওই স্থানটি করোনা ভাইরাস সেদেশের সবচেয়ে বেশি আক্রান্ত স্থানের অন্যতম।

পুণের এক চিকিৎসকের দল তাঁদের পরীক্ষা করে। ২৫৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যের পদক্ষেপ জানতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

কার্গিলের আইনজীবী হাজি মুস্তাফা জানিয়েছেন, তাঁর আত্মীয়রা যাঁরা ইরানে গিয়েছিলেন তাঁরা আক্রান্ত হয়েছিলেন। তিনি NDTV-কে বলেন, পরীক্ষার ফলাফল ব্যাচ অনুযায়ী প্রকাশ করা হয়েছিল এবং পজিটিভদের আইসোলেশনে রাখার তেমন ব্যবস্থা করা হয়নি।

২০০-রও বেশি ভারতীয় গত সপ্তাহে ইরান থেকে দেশে ফেরেন। এঁদের অধিকাংশই ইরানের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।

করোনা ঠেকাতে ১২ দিন বন্ধ টেলি-টলি শুটিং

ইরানে এখনও পর্যন্ত প্রায় ১৪,০০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। মারা গিয়েছেন ৭০০-রও বেশি। 
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সব মিলিয়ে ২৩৪ জন ভারতীয়কে ইরান থেকে ফেরানো গিয়েছে। 
২৫০-র অধিক ভারতীয়র শরীরে করোনা-সংক্রমণ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে দাম্মু রবি বলেন, ‘‘ইরানে থাকা সব ভারতীয় ন‌িরাপদে ও সঠিক শুশ্রুষায় রয়েছেন। যে ২৫০-র অধিক জনের করোনা সংক্রমণের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না। অবশ্যই এই ধর‌নের পরিস্থিতিতে কিছু পজিটিভ কেস ধরা পড়বেই।''

.