বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের অভিজাত আল-কুদস বাহিনীর প্রধান General Soleimani নিহত হয়েছেন
লস অ্যাঞ্জেলস: মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার বিষয়ে যুক্তি সাজিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) শুক্রবার বলেন, “সন্ত্রাসের রাজত্ব শেষ” এবং তার আরও দাবি যে “নয়াদিল্লি ও লন্ডনের মতো জায়গাতেও সন্ত্রাসবাদী চক্রান্তে অবদান” ছিল কাসেম সোলেইমানির (Qasem Soleimani)। শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের অভিজাত আল-কুদস বাহিনীর প্রধান এবং এর আঞ্চলিক সুরক্ষা দুর্গের স্থপতি জেনারেল সোলেইমানি নিহত হয়েছেন। এই হামলায় ইরাকের শক্তিশালী হাশেদ আল-শাবি আধাসামরিক বাহিনীর উপ-প্রধানকেও হত্যা করা হয়েছে।
ফ্লোরিডার মার-এ-লেগোতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “রকেট হামলায় একজন আমেরিকানের মৃত্যু এবং চারজন আমেরিকানের গুরুতরভাবে আহত হওয়া সহ ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুর উপর সাম্প্রতিক হামলা, বাগদাদে আমাদের দূতাবাসে সহিংস হামলাও সোলেইমানির (General Soleimani) নির্দেশেই করা হয়েছিল।"
ট্রাম্প আরও বলেন, “সোলেইমানি নিরপরাধ মানুষদের মৃত্যুকে তার অসুস্থ কামনায় পরিণত করেছিলেন, নয়াদিল্লি এবং লন্ডন পর্যন্ত সন্ত্রাসবাদী চক্রান্তে তার অবদান ছিল। আজ আমরা সোলেইমানির বহু অত্যাচারের শিকারদের কথা স্মরণ করছি এবং এটা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে তাঁর সন্ত্রাসের রাজত্ব শেষ।”
ট্রাম্প অভিযোগ করেন যে গত ২০ বছর ধরে সোলেইমানি মধ্য প্রাচ্যকে অস্থিতিশীল করতে সন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছিলেন। “আমেরিকা যুক্তরাষ্ট্র যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। প্রচুর প্রাণ বাঁচানো যেত। সম্প্রতি সোলেইমানি ইরানে প্রতিবাদকারীদের উপর বর্বর নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন, সরকার কর্তৃক সেখানে এক হাজারেরও বেশি নিরীহ মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছিল,” বলেন ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার এই ক্ষণে ট্রাম্প দাবি করেছেন যে সোলেইমানির হত্যা পরিস্থিতিকে যুদ্ধের দিকে পরিচালিত করবে না।
“আমরা যুদ্ধ থামাতে গতরাতেই পদক্ষেপ করেছি। যুদ্ধ শুরু করার জন্য আমরা কোনও ব্যবস্থা গ্রহণ করিনি। ইরানের জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তারা অবিশ্বাস্য ঐতিহ্য এবং সীমাহীন সম্ভাবনার অধিকারী মানুষ। আমরা সরকার পরিবর্তনের চেষ্টা করছি না,” বলেন ট্রাম্প।
তিনি বলেন, “সোলেইমানি আমেরিকান কূটনীতিক এবং সামরিক কর্মীদের উপর হামলার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আমরা তাকে হাতেনাতে ধরেছিলাম এবং তাকে শেষ করে দিয়েছি।”
“কয়েক বছর ধরে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং সোলেইমানির নেতৃত্বে এর নির্মম কুডস ফোর্স শতাধিক আমেরিকান বেসামরিক ও সেনা সদস্যকে লক্ষ্য করে জখম ও হত্যা করেছে,” মন্তব্য ট্রাম্পের।