This Article is From Jul 15, 2018

অমর্ত্য সেনকে চ্যালেঞ্জ জানাতে চাইঃ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান

বর্তমান কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে অমর্ত্য সেনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে এই উত্তর দেন তিনি।

অমর্ত্য সেনকে চ্যালেঞ্জ জানাতে চাইঃ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান

অমর্ত্য সেন বলেছিলেন, এই ক্ষেত্রে ভারতের অবস্থান বিশ্বের মধ্যে দ্বিতীয় নিকৃষ্টতম।

নিউ দিল্লি:

2014 সালের পর থেকে ভারত কেবল পিছিয়েই চলেছে- শীর্ষক যে মন্তব্যটি কয়েকদিন আগেই করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার পরিপ্রেক্ষিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার আজ বললেন, অমর্ত্য সেনের এই দেশে আরও বেশি করে সময় কাটানো উচিত। নিজের চোখেই দেখা উচিত যে মোদি সরকারের অধীনে দেশের কী পরিমাণ গঠনমূলক সংস্কার হয়েছে।

"আমি আশা করব, অমর্ত্য সেন এই দেশে আরও বেশি সময় কাটাবেন এবং দেশের মাটিতে সময় কাটিয়ে নিজের চোখেই দেখবেন উন্নতিটা। অথবা, মোদি সরকারের গত চার বছরের কাজের খতিয়ান নিয়ে যে যে রিভিউগুলো করা হয়েছে, তাও খুঁটিয়ে পড়বেন", সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা বলে  রাজীব কুমার।

বর্তমান কেন্দ্রীয় সরকারের কাজ নিয়ে অমর্ত্য সেনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে এই উত্তর দেন তিনি।

" আমি, সত্যি কথা বলতে, ওঁকে চ্যালেঞ্জ করতে চাই। আমি ওঁর কাছে জানতে চাইব, মাত্র চার বছরের মধ্যে গোটা দেশকে এতটা পরিচ্ছন্ন, এতটা যত্নবান আর এর আগের কোন সরকারের আমলে মনে হয়েছে!", বলেন রাজীব কুমার।

তাঁর মতে, দেশের একদম শেষ মানুষটির কাছেও যেন সমৃদ্ধির সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই গঠনমূলক সংস্কার।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.