This Article is From Jun 20, 2019

‘‘কে বলল আপনি বন্দেমাতরম, ভারত মাতা কি জয় বলতে পারবেন না?’’: স্পিকার

অস্থায়ী স্পিকার স্লোগান দিতে নিষেধ করলেও বেশির ভাগ সাংসদই তাঁর নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে স্লোগান দেওয়া চালিয়ে যান।

‘‘কে বলল আপনি বন্দেমাতরম, ভারত মাতা কি জয় বলতে পারবেন না?’’: স্পিকার

সর্বসম্মতিক্রমে বুধবার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা।

হাইলাইটস

  • ওম বিড়লা সর্বসম্মতিক্রমে বুধবার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • তিনি জানালেন, নিম্ন কক্ষের পরিচালনা করা আদপেই কোনও চ্যালেঞ্জের বিষয় নয়।
  • রাজস্থানের কোটা লোকসভা থেকে তিনবারের বিজয়ী সাংসদ ওম বিড়লা।
নয়াদিল্লি:

সাংসদদের শপথগ্রহণকে (Oath-taking) কেন্দ্র করে ‘জয় শ্রী রাম', (Jai Shri Ram) ‘ভারত মাতা কি জয়', ‘আল্লা হু আকবর' ধ্বনিত হয়েছে সংসদে (Parliament)। এই পরিস্থিতিতে লোকসভার নবনির্বাচিত স্পিকার (Speaker) ওম বিড়লা জানিয়ে দিলেন, তাঁর পক্ষে সংসদের নিম্ন কক্ষের পরিচালনা করা আদপেই কোনও চ্যালেঞ্জের বিষয় নয়। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘কোনও চ্যালেঞ্জ নেই। আমরা কক্ষ পরিচালনা করব সব দলের নেতাদের সঙ্গে নিয়েই... ‘বনে মাতরম' এবং ‘বন্দেমাতরম', কে বলল আপনি এসব বলতে পারবেন না?'' রাজস্থানের কোটা লোকসভা থেকে তিনবারের বিজয়ী সাংসদ ওম বিড়লা সর্বসম্মতিক্রমে বুধবার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলগুলি তাঁর নির্বাচনকে মেনে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি তাঁর নাম প্রস্তাব করেছিলেন, ওম নির্বাচিত হওয়ার পরে নিজে তাঁকে স্পিকারের চেয়ার পর্যন্ত পৌঁছে দেন।

পুলিশের শীর্ষ কর্তা আসার আগেই অশান্ত ভাটপাড়া, গুলিবিদ্ধ হয়ে মৃত এক কিশোর

সোমবার ও মঙ্গলবার নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণের সময় বিভিন্ন ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ। কেউ কেউ ‘জয় শ্রী রাম' বা ‘আল্লা হু আকবর'-এর মতো ধর্মীয় স্লোগান দিয়েছেন। কেউ বা চেঁচিয়েছেন ‘ইনকিলাব জিন্দাবাদ' বলে।

কোনও কোনও সাংসদ নিজেদের শপথগ্রহণের শেষে স্লোগান দিয়েছেন। ‘জয় শ্রী রাম', ‘জয় মা দুর্গা', ‘আল্লা হু আকবর', ‘রাধে রাধে', ‘ভারত মাতা কি জয়'— প্রায় প্রত্যেক সাংসদই শপথ নেন নিজস্ব ভঙ্গি ও শব্দচয়নের সঙ্গে।

অস্থায়ী স্পিকার স্লোগান দিতে নিষেধ করলেও বেশির ভাগ সাংসদই তাঁর নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে স্লোগান দেওয়া চালিয়ে যান।

বিধানসভায় বলা যাবে না 'জয় শ্রী রাম' বা ‘জয় হিন্দ'! নির্দেশ বিধানসভার স্পিকারের

‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন' (AIMIM) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি শপথগ্রণের সময় বিজেপি সাংসদরা ‘জয় শ্রী রাম', ‘ভারত মাতা কি জয়' ও ‘বন্দেমাতরম' স্লোগান দেন উচ্চস্বরে। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন সেই স্লোগান শুনে হেসে ফেলেন ও আরও জোরে চেঁচানোর জন্য ইঙ্গিত করতে করতে শপথগ্রহণের শেষে নিজের আসনের কাছে ফিরে যান। স্বল্প সময়ের শপথগ্রহণের শেষে আসাদুদ্দিন স্লোগান দেন, ‘‘জয় ভীম, জয় মিম, তকবীর আল্লা হু আকবর, জয় হিন্দ।''

মঙ্গলবার সমাজাবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক ‘বন্দেমাতরম' বলে মানা করেন। দাবি করেন, ‘‘এটি ইসলামবিরোধী।'' তাঁর প্রত্যাখ্যানের পরে সংসেদর অন্য সাংসদরা ‘বন্দে মাতরম' ও ‘জয় শ্রী রাম' বলে চেঁচিয়ে ওঠেন। অনেকেই এমন কথা বলার প্রতিবাদ করে তাঁকে ক্ষমা চাইতে বলেন।

.