This Article is From Mar 06, 2020

প্রকাশিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নতুন ছবি

২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই হরি নিবাসে আটক রয়েছেন ওমর। সেই থেকে তিনি দাড়ি কাটেননি।

প্রকাশিত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নতুন ছবি

আটক থাকার প্রতিবাদ স্বরূপ দাড়ি কাটতে চান না ওমর আবদুল্লাহ।

হাইলাইটস

  • জম্ম ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নতুন ছবি প্রকাশ্যে
  • এই নিয়ে বন্দিত্ব দশায় এটা তাঁৱ তৃতীয় প্রকাশিত ছবি
  • গত ৫ আগস্ট থেকে আটক রয়েছেন ওমর আবদুল্লাহ
শ্রীনগর:

জম্ম ও কাশ্মীরের (J&K) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর (Omar Abdullah) নতুন ছবি দেখা গেল বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ায় তারপর দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটি। একটি ঘরের মধ্যে তোলা ছবিতে ওমরকে দেখা যাচ্ছে এক চিকিৎসকের পাশে দাঁড়িয়ে থাকতে। তাঁর মুখে ঘন দাড়ি লক্ষণীয়। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই হরি নিবাসে আটক রয়েছেন ওমর। সেই থেকে তিনি দাড়ি কাটেননি। বন্দিত্ব দশায় প্রকাশিত ওমর আবদুল্লাহর তৃতীয় ছবি এটি। গত জানুয়ারিতে উলের টুপি ও লম্বা সাদা দাড়ির ওমরের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রেক্ষাপটে দেখা মিলেছিল বরফেরও। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে দেখা গিয়েছিল হাসির রেখা।

প্রকাশ্যে দিল্লি হিংসার নতুন ভিডিও, হাসপাতালের ছাদ থেকে জনতাকে লক্ষ্য করে গুলি

এর আগে ২০১৯ সালের অক্টোবরেও তাঁর একটি ছবি প্রকাশ্যে আসে। তাতে স্বাভাবিক ভাবেই দাড়ির পরিমাণ কম ছিল।

ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ওমর আবদুল্লাহর সিদ্ধান্ত, তিনি আটক থাকাকালীন দাড়ি কাটবেন না প্রতিবাদ দেখানোর জন্য। গত ৫ আগস্ট থেকে ওমর আবদুল্লাহ সহ জম্মু ও কাশ্মীরের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করে রাখা হয়েছে। ওমর-পুত্র ফারুককেও শ্রীনগরে তাঁর গুপকার রোডের বাড়িতে আটক করে রাখা হয়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের

তাঁরা দু'জন ছাড়াও জম্মু ও কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও এমএ রোডের সরকারি নিবাসে আটক করে রাখা হয়েছে।

.