This Article is From Mar 30, 2019

এত গাড়ি কেন? 'হাম দো, হামারে দো' মেনে চলুন, বলল সুপ্রিম কোর্ট

“প্রতিটি পরিবারের প্রতিটি আয় করা সদস্যের নামে একটি করে গাড়ি আছে, সেটা মানা যায়। কিন্তু একজনের কাছে পাঁচখানা গাড়ি"!

এত গাড়ি কেন? 'হাম দো, হামারে দো' মেনে চলুন, বলল সুপ্রিম কোর্ট

একজন মানুষের কাছে পাঁচটা গাড়ি থাকবে কেন, প্রশ্ন শীর্ষ আদালতের। (ফাইল চিত্র)

নিউ দিল্লি:

যেমনভাবে এ দেশে পরিবার পরিকল্পনা প্রকল্প শুরু হয়েছিল, ঠিক সেই একই স্লোগান দিয়ে এবার গাড়িদের জন্যও দিল্লিতে একটি ‘পরিবার পরিকল্পনা'-র নিদান দিল সুপ্রিম কোর্ট। এক ব্যক্তির নামে পাঁচটির বেশি গাড়ি থাকলে তাঁকে সেই অতি পরিচিত স্লোগান ‘হাম দো হামারে দো' মেনে চলতে হবে বলে জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি মিশ্র বলেন, “প্রতিটি পরিবারের প্রতিটি আয় করা সদস্যের নামে একটি করে গাড়ি আছে, সেটা মানা যায়। কিন্তু একজনের কাছে পাঁচখানা গাড়ি! গাড়ির জন্যও একটি ‘পরিবার পরিকল্পনা' করার সময় এসে গিয়েছে এবার। খুব সহজ। হাম দো, হামারে দো”।

"আমাদের তো মোদী আছে, বিরোধীদের নেতা কে?", বিরোধী জোটকে আক্রমণ শিবসেনা প্রধানের

“আপনি রোজগার করছে, একটি গাড়ি কিনলেন, তা বোঝা গেল। তাতে খুব সমস্যা তো হওয়ার কথা নয়। কিন্তু একজন সদস্যের কাছেই পাঁচটা গাড়ি থাকার ব্যাপারটি ম‌োটেই মেনে নেওয়া যায় না, অন্তত এই সময়ে দাঁড়িয়ে”, আরেক বিচারপতি দীপক গুপ্তকে পাশে নিয়ে এই কথা বলেন বিচারপতি অরুণ মিশ্র।

আদালতকে একটি পিটিশনের মাধ্যমে জানানো হয়, ৩২ লক্ষের ওপর যানবাহন রয়েছে দিল্লিতে। সংখ্যাটা প্রত্যেকদিনই বাড়ছে। যার সরাসরি প্রভাব পড়ছে রাজধানীর পরিবেশ এবং গাড়ি পার্কিং-এর ক্ষেত্রেও।

ওই পিটিশনটির শুনানির সময়ই এই কথা বলেন বিচারপতি। যিনি আর কয়েকদিন বাদেই অবসর নেবেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.