This Article is From Oct 07, 2018

উত্তর গুজরাট ছাড়ছেন বিহার এবং উত্তরপ্রদেশের শ্রমিকরা, জানুন কেন?

উত্তর গুজরাট ছাড়ছেন বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকরা। গত মাসে গুজরাটে এক 14 মাসের শিশুকে ধর্ষণের শিকার হতে হয়

এ খবর প্রকাশ্যে  আসতেই শুরু হয়  প্রতিবাদ। ঘটেছে মারধরের ঘটনাও।

হাইলাইটস

  • উত্তর গুজরাট ছাড়ছেন বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকরা
  • গত মাসে গুজরাটে এক 14 মাসের শিশুকে ধর্ষণের শিকার হতে হয়
  • । এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় প্রতিবাদ
আমেদাবাদ:

উত্তর গুজরাট ছাড়ছেন বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকরা। গত মাসে গুজরাটে এক 14 মাসের শিশুকে ধর্ষণের শিকার হতে হয়। ঘটনায় নাম জড়ায় বিহার থেকেও আসা একজনের। এ খবর প্রকাশ্যে  আসতেই শুরু হয় প্রতিবাদ। ঘটেছে মারধরের ঘটনাও।

 বচসার সময় ধাক্কা, আহত হয়ে মৃত্যু মায়ের, গ্রেফতার মডেল ছেলে

 তার জেরেই গুজরাট ছাড়তে হচ্ছে শ্রমিকদের। এখনও পর্যন্ত 150 জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয় বিহার এবং উত্তরপ্রদেশের শ্রমিকদের উপর হামলা  ঠেকাতে রীতিমতো নজরদারি শুরু করেছে পুলিশ। আমেদাবাদের পাশাপাশি গান্ধি নগর, পাটান, সবরকন্ঠ এবং মহসেনাতেও প্রতিবাদ শুরু  হয়েছে। রাজ্য পুলিশের ডিজি শীবানন্দ ঝা সংবাদ সংস্থাকে  বলেছেন হিম্মতনগরের ঘটনার পর যেভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আগত শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তা বরদাস্ত করার কোনও প্রশ্ন ওঠে না। এখনও পর্যন্ত দেড়শো জনকে গ্রেফতার করা হয়েছে।

 মায়ার পর অখিলেশ, মধ্যপ্রদেশ নির্বাচনে জোট প্রসঙ্গ কংগ্রেসের সমালোচনায় সপা প্রধান

অন্যদিকে শ্রমিকদের উপর আক্রমণের কয়েকটি   ঘটনার সঙ্গে  ঠাকুর সেনাদের যোগ  আছে  বলে মনে করছে  প্রশাসন। সেই ঠাকুর সেনার নেতা কংগ্রেসের অল্পেশ ঠাকুর হিংসার পথ  পরিহার করতে  বলেছেন ।                                         

 

.