This Article is From May 01, 2020

সেরে গিয়েছে ওজোন স্তরের বিরাট ক্ষত, সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ

করোনা সংক্রমণের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা এই প্রশ্ন করা হলে রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া দফতরের মুখপাত্র বলেন, ‘‘এর সঙ্গে কোভিড-এর কোনও সম্পর্ক নেই।’’

সেরে গিয়েছে ওজোন স্তরের বিরাট ক্ষত, সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ

একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে ওজোন স্তর। (ফাইল)

জেনেভা:

করোনা অতিমারীর (Coronavirus Pandemic) মধ্যেই অবশেষে একটি সুখবর। ওজোন স্তরের বিরাট ক্ষত (Ozone Hole) সেরে গিয়েছে! অথচ গত মার্চেই ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান মিলেছিল সেখানে। কিন্তু এখন আর কোনও ক্ষত নেই ওজোন স্তরে। ডিবলিউ.কম সূত্রে জানা যাচ্ছে, রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া দফতর তথা ডবলিউএমও-র তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। জেনেভায় ওই দফতরের মুখপাত্র ক্লেয়ার নুলিস জানিয়েছেন, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পিছনেও ছিল বাতাসে অবস্থানকারী ওজোন স্তরের  ক্ষয়কারী উপাদান যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে।

‘‘ওই দু'টি ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে অতিমাত্রায় ক্ষয় দেখা গিয়েছিল ওজোন স্তরে। যা ২০১১ সালের পরে এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক। কিন্তু এখন সেটা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। ওজোন ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে।'' তিনি বলেন।

তাহলে কি করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে এর কোনও যোগ রয়েছে। এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটার সঙ্গে কোভিড-এর কোনও সম্পর্ক নেই।''

.