This Article is From Jun 14, 2019

ডাক্তারদের বিক্ষোভ; ইস্তফা দিলেন দুই সরকারি হাসপাতালের ৭০ জন চিকিৎসক

কর্মবিরতি তোলার জন্য চার ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশকে উপেক্ষা করে ৭০ জন ডাক্তার ইস্তফা দিলেন আজ।

ডাক্তারদের বিক্ষোভ; ইস্তফা দিলেন দুই সরকারি হাসপাতালের ৭০ জন চিকিৎসক
কলকাতা:

কর্মবিরতি তোলার জন্য চার ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশকে কার্যত উপেক্ষা করে দুই সরকারি হাসপাতালের ৭০ জন ডাক্তার ইস্তফা (mass resignation) দিলেন আজ। খবর, রাজ্যের স্বাস্থ্য আধিকারিককে দেওয়া এক চিঠিতে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের (R.G Kar Medical College) চিকিৎসকেরা জানান, পরিস্থিতি যেভাবে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে তাতে সুষ্ঠুভাবে হাসপাতালে কাজ করা সম্ভব হচ্ছে না। যদিও তাঁরা সবরকম ভাবেই রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, তারপরেও পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

একই পথ অনুসরণ করেন শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরাও। এখানকার সহ অধ্যক্ষ সুদীপ্তা মণ্ডল জানিয়েছেন, ইতিমধ্যেই হাসপাতালের ১৫ জন সিনিয়ার ডাক্তার ইস্তফা জমা দিয়েছেন।জুনিয়র ডাক্তারদের দিয়ে কোনোভাবেই হাসপাতাল চালানো সম্ভব নয়। প্রসঙ্গত, এই নিয়ে চারদিন কর্মবিরতি পালন করছেন এই হাসপাতালের চিকিৎসকেরা।

প্রসঙ্গত, গত সোমবার রাতে এক রোগী মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এনআরএস চত্বর। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃ্ত্যু হয়েছে এই অভিযোগে কর্তব্যরত দু-জন ডাক্তারকে বেধড়ক মারধর করেন রোগীর পরিবার। তারপরেই বুধবার থেকে আন্দোলনে নামেন রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

রোগীর পরিবারের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হন এনআরএসের এক ছাত্র চিকিৎসক পরিবাহ মুখোপাধ্যায়। খবর, তাঁর অবস্থা আশংকাজনক।

.