This Article is From Oct 21, 2018

আজান্দ হিন্দ বাহিনীর 75 তম প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

নেতাজি প্রতিষ্ঠিত আজান্দ হিন্দ বাহিনীর  75 তম প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজান্দ হিন্দ বাহিনীর  75 তম প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইল  প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন  মুখ্যমন্ত্রী।

হাইলাইটস

  • 75 তম প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা
  • কারণে কলকাতা ও পুলিশকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনা হয়
কলকাতা:

নেতাজি প্রতিষ্ঠিত আজান্দ হিন্দ বাহিনীর  75 তম প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধা  নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে রবিবার মুখ্যমন্ত্রী লেখেন, ‘ আজ আজান্দ হিন্দ বাহিনীর  75 তম প্রতিষ্ঠা দিবস। আইএনএ-র প্রত্যেক জওয়ানকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই।

নেতাজির নেতৃত্বে দেশকে স্বাধীন করতে  তাঁদের অবদান মনে  রাখার  মতো। ' এদিকে  এদিনই ছিল পুলিশ কোমামরেশন ডে। সেই কারণে কলকাতা ও  পুলিশকে শুভেচ্ছা  জানান  মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যের পুলিশ বাহিনীকেও শুভেচ্ছা  জানান মুখ্যমন্ত্রী। সদ্য শেষ হওয়া  দুর্গা  পুজোর প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে  কয়েক বছর আগে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইল  প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন  মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের কাছে  থাকা বেশ কিছু ফাইল  ও  নথিপত্র ডিক্লাসিফাই করে  সরকার। সরকারের হাতে থাকা  তথ্য প্রকাশ্যে আনাকে  ডিক্লাসিফাই  করা  বলে।                                                                          

.