This Article is From Jan 29, 2019

Death Anniversary Of Mahatma Gandhi: জাতির জনক মহত্মা গান্ধীর মৃত্যু এড়ানো যেত, বলছেন এই ব্যক্তি

Mahatma Gandhi Death Anniversary: জাতির জনক মহত্মা গান্ধীর মৃত্যু এড়ানো যেত পারত বলে মনে  করেন একসময়ে  তাঁর  সচিবের দায়িত্ব পালন করে আসা  কাল্যানাম।

Death Anniversary Of Mahatma Gandhi: জাতির জনক মহত্মা গান্ধীর মৃত্যু এড়ানো যেত, বলছেন এই ব্যক্তি

Death Anniversary Of Mahatma Gandhi 2019: ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়।

হাইলাইটস

  • গান্ধীজির জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছিল
  • সরকারের কাছে খবর ছিল তাঁর উপর আক্রমণ নেমে আসতে পারে
  • সতর্ক করা হলেও নিরাপত্তা নিতে চাননি জাতির জনক
চেন্নাই:

জাতির জনক মহত্মা গান্ধীর মৃত্যু এড়ানো যেত পারত বলে মনে  করেন একসময়ে  তাঁর  সচিবের দায়িত্ব পালন করে আসা  কাল্যানাম। আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করে গান্ধীজির জন্য নিরাপত্তার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু নিরাপত্তারক্ষী মোতায়েন করলে  তিনি দিল্লি ছেড়ে অন্যত্র চলে যাবেন বলে সরকারকে জানিয়েছিলেন। সরকারের কাছে খবর ছিল তাঁর উপর আক্রমণ নেমে আসতে পারে। শুধু তাই নয় কয়েকবার হামলাও হয়েছিল। মৃত্যুর মাত্র কয়েক  দিন আগেও একবার হামলা হয়েছিল। সে  সময় বিড়লা হাউজেই ছিলেন। পরে ওই বিড়লা হাউজেই তাঁকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ প্রেমের ব্যাপারে মুখ খুললেন সারা, কী বললেন তিনি?  

সরকারের তরফে যাই বলা হোক না কেন গান্ধীজি জানিয়েছিলেন তাঁর এ ধরনের ঘটনায় ভয় লাগে না।

সংবাদ সংস্থা পিটিআইকে কাল্যানাম বলেন, গান্ধীজি যদি নিরাপত্তা নিতে সম্মত হতেন তাহলে তাঁর মৃত্যু হয়ত এড়িয়ে যাওয়া সম্ভব হত।

১৯৪৩ সালে  মহাত্মার সঙ্গে  কাজ শুরু করেন কাল্যনাম। জীবনের শেষ দিন পর্যন্ত গান্ধীজির সঙ্গেই ছিলেন তিনি।

 

.