This Article is From May 17, 2020

লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে করল মহারাষ্ট্র

দেশের কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে।

লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে করল মহারাষ্ট্র

কেন্দ্রের কাছে মুম্বইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

মুম্বই:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) ৩১ মে পর্যন্ত লকডাউন (Lockdown) বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করল। যেহেতু রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে, তাই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল। তবে গোটা রাজ্যে লকডাউন থাকলেও অঞ্চলভিত্তিক শিথিলতার কথা পরে জানিয়ে দেওয়া হবে। দেশের কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৫।

আশঙ্কা করা হচ্ছে, মে মাসের শেষের মধ্যে দেশের মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়াতে পারে।

কেন্দ্রের কাছে মুম্বইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই NDTV-কে জানিয়ে দিয়েছিলেন, মুম্বই ও অন্যান‌্য বড় শহরে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০,০০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২,৮৭২ জন।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪,০০০-এর বেশি রোগী সুস্থ হয়ে গিয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ।

.