This Article is From Oct 28, 2019

বিজেপিকে বিঁধতে ‘শোলে’র হিট সংলাপ ব্যবহার করল শিবসেনা

২৮৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০৫টি আসন। ২০১৪ সালের তুলনায় ১৭টি আসন বেশি হেরেছে তারা।

বিজেপিকে বিঁধতে ‘শোলে’র হিট সংলাপ ব্যবহার করল শিবসেনা

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রাজ্যে ক্ষমতার সমবণ্টনের দাবি তুলেছেন।

মুম্বই:

ব্লকবাস্টার ছবি ‘শোলে'-র (Sholay) বহু সংলাপ আজও লোকের মুখে মুখে ফেরে। তেমনই এক সংলাপ এবার উঠে এল শিবসেনার (Shiv Sena) মুখপত্র ‘সামনা'য়। লক্ষ্য বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ-রকেন্দ্রীয় সরকার। দীপাবলির মরশুমেও বাজারের শীতল পরিস্থিতি দেখে তারা জানতে চাইল, ‘‘ইতনা সান্নাটা কিঁউ হ্যায়? (এত নীরবতা কেন)?'' দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতি প্রসঙ্গেই ‘সামনা'-র সম্পাদকীয়তে এই প্রশ্ন তুলল তারা। ‘শোলে' ছবিতে ওই সংলাপ বলেছিলেন বর্ষীয়ান অভিনেতা একে হাঙ্গল। ঘোড়ার পিঠে করে তাঁর ছেলের মৃতদেহ গ্রামে ফিরে এলে সেই দেখে সকলে স্তম্ভিত হয়ে যায়। আমজাদ খানরূপী গব্বর সিংহের হাতে নিহত পুত্রের মৃত্যুর খবর না জানা দৃষ্টিহীন বাবা গ্রামের নিস্তব্ধতা দেখে প্রশ্নটি করেছি‌লেন।

সেই বিখ্যাত সংলাপকেই ব্যবহার করল শিবসেনা। সরকারের নোটবন্দি ও জিএসটি সংক্রান্ত সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে অর্থনৈতিক মন্দা নিয়ে কেন্দ্রকে একহাত নিল শিবসেনা।

মুখ্যমন্ত্রীর কালীপুজোয় অংশ নিতে পেরে নিজেকে "আশীর্বাদধন্য" মনে করছেন রাজ্যপাল

সেখানে ‌লেখা হয়, ‘‘বাজার তার ঝকঝকে চেহারা হারিয়ে ফেলেছে। অর্থনৈতিক মন্দার কারণে বিক্রয় পরিসংখ্যান ৩০ থেকে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। শিল্প ভুগছে। কোনও কোনও নির্মাণ সংস্থা তাদের ইউনিট বন্ধও করে দিয়েছে। এর ফলে বেকারত্ব বাড়ছে।''

মারাঠি ওই পত্রিকায় বহু ব্যাঙ্কের অর্থনৈতিক সঙ্কটের কথাও বলা হয়। লেখা হয়, ‘‘অন্য দিকে, সরকার জোর করে আরবিআইয়ের তহবিল থেকেও পুঁজি তুলে নিচ্ছে। দীপাব‌লির সময়েও বাজারে নীরবতা। কিন্তু বিদেশি সংস্থা অনলাইন শপিং প্ল্যাটফর্মের সাহায্যে তাদের ভাণ্ডার ভরে তুলছে দেশের অর্থে।''

প্রধানমন্ত্রী মোদির বিমানকে তাঁদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকার করল পাকিস্তান!

দেশের কৃষকদের বিপন্ন অবস্থার কথাও বলা হয় ওই সম্পাদকীয়তে। লেখা হয়, ‘‘দুর্ভাগ্যবশত কেউ আলোচনা করতে চাইছে না এসবের থেকে কী করে কৃষকদের বের করে আনা যায় সে ব্যাপারে।''

মহারাষ্ট্রের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে, ২০১৪ সালের তুলনায় অনেকটাই কমেছে বিজেপির ভোট। এই পরিস্থিতিতে তাদের জোটসঙ্গী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ক্ষমতার সমবণ্টনের দাবি তুলেছেন।

২৮৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০৫টি আসন। ২০১৪ সালের তুলনায় ১৭টি আসন বেশি হেরেছে তারা। আসন অবশ্য কমেছে সেনারও। ২০১৪ সালে তারা পেয়েছিল ৬৩ আসন। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৬।

.