This Article is From Mar 31, 2019

‘খবরদার....’ বিধিভঙ্গ করেও ম্যাজিস্ট্রেটকেই কী হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কে কে উপাধ্যায়ের সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েন।

কমিশনের অনুমোদিত সীমা পার করে প্রায় ৪০ টি গাড়ি নিয়ে কনভয় করে যাচ্ছিলেন মন্ত্রী, আটকানো হয় তাঁকে। এর পরেই উত্তেজিত মন্ত্রীর হুমকি ওই কর্মকর্তাকে

হাইলাইটস

  • আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে থামানো হয় অশ্বিনী চৌবেকে
  • বক্সারের বিজেপি প্রার্থী অশ্বিনী চৌবে
  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তিনি
পাটনা:

লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র এক সপ্তাহ। এর আগেই নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মন্ত্রীকে সরকারি কর্মকর্তাকেই হুমকি দিতে দেখা গেল একটি ভিডিওতে ( video of threatening a government official)। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ( Union Minister Ashwini Kumar Choubey) সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কে কে উপাধ্যায়ের (Sub-Divisional Magistrate KK Upadhyay) সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েন। শনিবার বিহারে মন্ত্রীর কনভয় (convoy in Bihar) আটকে দেন ওই সরকারি কর্মকর্তা।

নির্বাচনের কমিশন কর্তৃক অনুমোদিত সময়সীমা পার করে জনসভায় বক্তব্য রাখার জন্য সভা শেষে আটকানো হয়। পটনা থেকে ১৭৭ কিলোমিটার দূরে বক্সারের বিজেপি প্রার্থী (BJP candidate from Buxar) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশ্বিনী কুমার চৌবে। শুধু নির্দিষ্ট সময় পার করার জন্য নয়, কমিশনের অনুমোদিত সীমা পার করে প্রায় ৪০ টি গাড়ি নিয়ে কনভয় করে যাচ্ছিলেন মন্ত্রী, একারণেও আটকানো হয় তাঁকে। এর পরেই উত্তেজিত মন্ত্রীর হুমকি ওই কর্মকর্তাকে, “খবরদার, তামাশা করবেন না আপনি!” 

রক্ষাকর্তাই খুনি! মন্দিরের মধ্যে প্রেমিক প্রেমিকাকে গুলি করে খুন পুলিশের?

উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট তখন শান্তভাবে জবাব দেন, “নির্বাচন কমিশনের যা নির্দেশ টা তো মানতেই হবে!” এই শুনে আরও উত্তেজিত হয়ে মন্ত্রী বলেন, “আমাকে জেলে পাঠাতে চান! চলো, ঠিক আছে, পাঠাও জেলে!”

মন্ত্রীর মৌখিক আক্রমণের মুখে পড়েও শান্ত হয়েই ওই সরকারি কর্মকর্তা উত্তর দেন যে, আদেশ রয়েছে গাড়িগুলি বাজেয়াপ্ত করার, মন্ত্রীকে নয়। যদিও উত্তেজিত মন্ত্রী ওই কর্মকর্তার কথা শুনতে মোটেও রাজি ছিলেন না। তিনি বলেন, “গাড়িগুলো আবার, এগুলো বাজেয়াপ্ত করা যাবে না!”

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর কর্মকর্তা বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শুনেছি জেলা ময়দানে অনেক যানবাহনই পার্ক করা ছিল। কনভয়ে প্রায় ৩০-৪০ টি গাড়ি ছিল এবং এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে"। 

স্বীকৃতির লড়াই! দেশে প্রথম রূপান্তরকামীদের গণবিবাহের আয়োজন এই রাজ্যে

নরেন্দ্র মোদি সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আশ্বিনী কুমার চৌবে বর্তমানে বক্সারের সাংসদ। এপ্রিল মে মাসে জাতীয় নির্বাচনে তিনি আবার একই নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

.