This Article is From Jun 18, 2020

লাদাখ সংঘাত: প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী

লাদাখ পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

লাদাখ সংঘাত: প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী

ই সঙ্কটের সময়ে তাঁর দল তৃণমূল কংগ্রেস দেশের পাশেই আছে, একথাও জানান নেত্রী (ফাইল ছবি)

কলকাতা:

প্রধানমন্ত্রীর ডাকা শুক্রবারের সর্বদলীয় (PM's all party Meet) বৈঠকে থাকছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লাদাখ পরিস্থিতি (Ladakh standoff) পর্যালোচনায় শুক্রবার বিকাল পাঁচটায় ভার্চুয়াল এই বৈঠক হবে।  বৃহস্পতিবার এমনটা জানিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র (TMC) । ইতিমধ্যে লাদাখ পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দলের এক নেতা বলেছেন, "আমাদের দলের নেত্রী ( Mamata Banerjee) আগেই বলেছেন, সংকটের সময়ে তৃণমূল কংগ্রেস সরকারের পাশেই। তাই ভিডিও কনফারেন্সের সেই বৈঠক থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।" লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার এক সর্বদলীয় বৈঠকের ডাক  দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে শুক্রবার বিকেল ৫টার সময় বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবেন।

৪ জি পরিষেবার উন্নতিতে ব্যবহার করা যাবে না চিনা সরঞ্জাম, বিএসএনএল-কে নির্দেশ কেন্দ্রের

এদিকে, লাদাখে ভারত-চীন সীমান্ত সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার শুক্রবার যে সর্বদলীয় বৈঠক ডেকেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্কটের সময়ে তাঁর দল তৃণমূল কংগ্রেস দেশের পাশেই আছে, একথাও জানান নেত্রী। তৃণমূল কংগ্রেসের প্রধান বলেন, "সঙ্কটের এই মুহুর্তে আমরা দেশ ও আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। এই সময় যৌক্তিকভাবেও এটি একটি সঠিক সিদ্ধান্ত" । চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা সম্পর্কে কেন্দ্রের অবস্থান সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা বিদেশ মন্ত্রক সম্পর্কিত কোনও বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। কেন্দ্রীয় সরকারকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দিন"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.