हिंदी में पढ़ें
This Article is From Feb 13, 2020

Kiss Day 2020: সঙ্গিনী দূরে? আপনার ছোঁয়া পাঠান এভাবে...

যাঁরা কাজে ব্যস্ত! দূর দেশে কিংবা হাতের কাছে নেই---তাঁদের কি তাহলে আজকের দিন বৃথাই যাবে! একেবারেই নয়।

Advertisement
অফবিট Edited by

GIF বয়ে নিয়ে যাক আপনার ছোঁয়া

নয়া দিল্লি:

দেখতে দেখতে পাঁচ দিন পেরিয়ে গেল চোখের নিমেষে। ভ্যালেন্টাইন সপ্তাহের (Valentine Week) ষষ্ঠ দিন আজ। আগামী দিন মাহেন্দ্রক্ষণ। আপনার ভ্যালেনটাইন যাতে সারা জীবনের ভ্যালেন্টাইন হয়, আজই তার শ্রেষ্ঠ দিন। কিস ডে (Kiss Day)-তে কাছে টেনে বুঝিয়ে দিন, সঙ্গিনী কতটা জরুরি আপনার কাছে। কিন্তু যাঁরা কাজে ব্যস্ত! দূর দেশে কিংবা হাতের কাছে নেই---তাঁদের কি তাহলে আজকের দিন বৃথাই যাবে! একেবারেই নয়। সুন্দর GIFs পাঠিয়ে জানিয়ে দিন মনের কথা। দেখুন তো, সঙ্গিনী কী করে ছেড়ে থাকে আপনাকে!

Kiss Day 2020: 'বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই'....বার্তা আজকের

  .  

  .  

  .  

  .  

  .  

  .  

  .  

  .  

  .  

অনেকেই হয়ত ভাyবেন, একটি জিফ বা ছবি কি পারে মনের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে? তাহলে কালীদাসের কাল স্মরণ করুন। বিরহী যক্ষ যখন মেঘকে দূত করে তাঁর প্রিয়ার কাছে বার্তা পাঠিয়েছিলেন। মহাকবি কালীদাসের সেই 'মেঘদূতম' পরে বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেযুগে যদি মেঘ দূত হতে পারে, তাহলে আজ নয় কেন?

Advertisement
Advertisement