This Article is From Apr 24, 2019

JEE Main Result April 2019: কবে জানা যাবে ফলাফল?

জেইই-র রেজাল্ট (JEE Main Result April 2019) অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nic.in -তে দেখাব যাবে

JEE Main Result April 2019: কবে জানা যাবে ফলাফল?

JEE Main 2019 Result: জেইই মেইন পরীক্ষা বছরে দুবার হয়

হাইলাইটস

  • রেজাল্ট প্রকাশ করতে এখনও কিছুদিন সময় লাগতে পারে
  • ৩০ শে এপ্রিলের আগে রেজাল্ট জারি করা সম্ভব না
  • পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে
নিউ দিল্লি:

JEE Main Result অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে।  NTA -এর এক আধিকারিক NDTV -কে জানিয়েছে যে, জেইই মেইন পরীক্ষার রেজাল্ট (JEE Main Result 2019) প্রকাশ করতে এখনও কিছুদিন সময় লাগতে পারে। এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত করা সম্ভব হবে না, 30 শে এপ্রিলের আগে রেজাল্ট জারি করা সম্ভব না। জেইই-র রেজাল্ট (JEE Main Result April 2019) অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nic.in -তে দেখাব যাবে। SMS বা ই-মেলের সাহায্যে কোনো স্টুডেন্ট রেজাল্ট দেখতে পাবে না। তবে ছাত্ররা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারে। JEE Main Exam বছরে দুই বার আয়োজিত করা হয়। এই বছরে জানুয়ারিতে প্রথম পরীক্ষা হয়েছে, আর দ্বিতীয়টি নেওয়া হয়েছে এপ্রিল মাসে। JEE Main 2019-এর পরীক্ষা April  7,8, 9, 10 এবং 12 আয়োজন করা হয়েছিল। এপ্রিল মাসে এই পরীক্ষা দেওয়ার জন্য 11 লক্ষ ছাত্র রেজিস্ট্রেশান জমা করে। জানোয়ারি মাসে যে  JEE Main  পরিখা হয়েছিল তার জন্য 9,35,741 ছাত্র রেজিস্ট্রেশান জমা করে।  

রেজাল্ট (JEE Main 2019 Result) চেক করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে: 

JEE Main Result 2019 -এইভাবে চেক করতে পারবেন:

- রেজাল্ট চেক করার জন্য পরীক্ষার্থীকে নিম্নলিখিত লিংকে ক্লিক করতে হবে।
JEE Main April Result

- এখন রেজাল্টের লিংকে ক্লিক করুন। 
- নতুন পেজ খোলার পর রেজিস্ট্রেশান নম্বর ও জন্ম তারিখের সাহায্যে লগ ইন করুন।  
- এবার আপনি নিজের রেজাল্ট দেখতে পারবেন। 
- পরীক্ষার্থী ইচ্ছা করলে প্রিন্ট আউট নিতে পারে।   

.