This Article is From Oct 31, 2019

নতুন পরিচয় পেল জম্মু ও কাশ্মীর, শুরু হল নতুন পথ চলা

Jammu and Kashmir: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতেই জম্মু ও কাশ্মীর, এবং লাদাখ, দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মপ্রকাশ ভূস্বর্গের

Union Territories: এখন থেকে জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং আইন শৃঙ্খলার উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রের

হাইলাইটস

  • জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হল রাজ্যটি
  • জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রের হাতে
  • জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করায় রাজ্যের সংখ্যা কমে হল ২৮
শ্রীনগর:

কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের কয়েক দশক পুরাতন বিশেষ মর্যাদাকে রদ করে ৩৭০ অনুচ্ছেদে বাতিল করার প্রায় তিন মাস পরে, বুধবার মধ্যরাত থেকে রাজ্যটি (Jammu and Kashmir) আনুষ্ঠানিকভাবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territories)- জম্মু ও কাশ্মীর ও লাদাখ-এ বিভক্ত হল। দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরে অবিভক্ত জম্মু ও কাশ্মীরের উপর আরোপ করা রাষ্ট্রপতি শাসনও বাতিল করা হয়েছে বলে জানানো হল একটি সরকারি বিজ্ঞপ্তিতে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জম্মু ও কাশ্মীর রাজ্যকে "জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল" হিসাবে  প্রতিস্থাপন করেছে এবং "স্থায়ী বাসিন্দা বা বংশগত অধিকারের বিষয়" বাদ দেওয়ার ঘোষণা করেছে। গভীর রাতে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে, জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় আইন প্রয়োগ সহ বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতেই জম্মু ও কাশ্মীর, এবং লাদাখ, দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মপ্রকাশ হল ভূস্বর্গের। আজ, ৩১ অক্টোবর, এই দিনটি জাতীয় ঐক্য দিবস হিসাবেও পালিত হয়।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের রাজ্যের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা বেড়ে ৯ হয়েছে। পুদুচেরির মতোই জম্মু ও কাশ্মীরের বিধানসভা থাকবে, কিন্তু চণ্ডীগড়ের মতো লাদাখে কোনও বিধানসভা থাকবে না।

৩১ অক্টোবর থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের উপরে কোন নিয়ম লাগু হবে

গিরিশ চন্দ্র মুর্মুর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীর তার প্রথম লেফটেন্যান্ট গভর্নর পাবে; এদিকে প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ গ্রহণ করেছেন।

এখন থেকে জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং আইনশৃঙ্খলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্রের হাতে, এবং এখানকার জমি সেখানে নির্বাচিত সরকারের অধীনে থাকবে। লাদাখও কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবে যা পরিচালনা করবেন সেখানকার লেফটেন্যান্ট গভর্নর।

যে দেশগুলি কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করছে তাদের "মিসাইল ছোঁড়া হবে":পাকমন্ত্রী

কেন্দ্রীয় সরকার ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঘোষণা করে বলে যে এই পদক্ষেপের ফলে রাজ্যের লোকেরা দেশের অন্যান্য অংশের মতো একই সাংবিধানিক সুবিধা পাবে এবং এখানকার উন্নয়ন নিশ্চিত করবে।

যে কোনও প্রতিক্রিয়া রোধ করতেই কেন্দ্র সেখানে ব্যাপক নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করে। এমনকি সেখানকার রাজনীতিবিদদেরও গ্রেফতার করে তাঁরা। পাশাপাশি ভূস্বর্গ থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া ছাড়াও সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা এবং ফোন এবং ইন্টারনেট লাইন বন্ধ করার মতো পদক্ষেপ নেয় সরকার। পরে যদিও ধীরে ধীরে শিথিল করা হয় বিধিনিষেধ, চালু হয় ফোন পরিষেবাও।

.