This Article is From Jan 23, 2020

‘‘উনি মরিয়া হয়ে উঠেছেন’’: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিঁধল ভারত

ইমরানের খানের বক্তব্যে নতুন কিছু দেখছেন না রভীশ কুমার। তিনি বলেন, ‘‘তাঁর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি মরিয়া এবং দ্রুত আশা হারাচ্ছেন।’’

‘‘উনি মরিয়া হয়ে উঠেছেন’’: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিঁধল ভারত

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার সমালোচনা করেন ইমরান খানের।

হাইলাইটস

  • ইমরান খানের সমালোচনা করল বিদেশ মন্ত্রক
  • সম্প্রতি ইমরান খান কাশ্মীর ইস্যুতে বিশ্বের অন্য দেশের হস্তক্ষেপ চেয়েছেন
  • সেই ইস্যুতে ইমরান খানকে আক্রমণ করল ভারত
নয়াদিল্লি:

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে রেষারেষি থামাতে বিশ্বব্যাপী হস্তক্ষেপ দাবি করেছেন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই এই দাবি করেন তিনি। ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানাচ্ছেন, তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ইমরানের খানের বক্তব্যে নতুন কিছু দেখছেন না। তিনি বলেন, ‘‘তাঁর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি মরিয়া এবং দ্রুত আশা হারাচ্ছেন। বিশ্ব সম্প্রদায় এখন তাঁদের দ্বিচারিতা বুঝতে পারবেন সহজেই. একদিকে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ভান করে অন্যদিকে ভারত ও অন্যান্য দেশে সন্ত্রাস ছড়ানোয় চরমপন্থীদের মদত দিচ্ছে।''

তিনি আরও বলেন, কাশ্মীরে গুরুতর পরিস্থিতি ঘটেছে বলে যেটা প্রমাণ করার চেষ্টা করেছে পাকিস্তান‌, তাতেও তারা ব্যর্থ হয়েছে। রভীশ কুমার বলেন, ‘‘কাশ্মীরে আমাদের পরিস্থিতি ধারাবাহিক ভাবে পরিষ্কার বহু বছর ধরে। এটা দ্বিপাক্ষিক বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এটা নিয়ে আলোচনা হতে পারে। কোনও তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই এই পরিস্থিতিতে।''

তিনি আরও বলেন, ইমরানের উচিত নিজের দেশের সমস্যাগুলির সমাধান করা। এছাড়াও তিনি দাবি করেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন এই ধরনের বিষয় উত্থাপন করার যোগ্য মঞ্চ নয়।

সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে ইমরান খান রাষ্ট্রসঙ্ঘ, আমেরিকার মতো দুই বড় শক্তির কাছে আর্জি জানান ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা নেওয়ার জন্য।

বুধবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। সেখানে ট্রাম্প আরও একবার ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেন কাশ্মীর ইস্যুতে। তিনি বলেন, ‘‘আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। ভারত ও পাকিস্তানে কী চলছে সেই পরিপ্রেক্ষিতে। আমরা যদি সাহায্য করতে পারি, অবশ্যই আমরা সাহায্য করব। আমরা এদিকে খুব খুব তীক্ষ্ণ ভাবে নজর রেখেছি।''

.