This Article is From Apr 17, 2020

হাতকাটা বাঁদরকে খোসা ছাড়িয়ে কলা খাওয়ালেন পুলিশকর্মী, দেখুন সেই ভিডিও

মন ভালো করা এই ভিডিও ইতিমধ্যে ২৮ হাজার জন দেখে ফেলেছেন। ২ হাজার মানুষ নিজের প্রোফাইলে রি-টুইট করেছে সেই ভিডিও।

হাতকাটা বাঁদরকে খোসা ছাড়িয়ে কলা খাওয়ালেন পুলিশকর্মী, দেখুন সেই ভিডিও

খূব ধৈর্য ধরে বাঁদরকে কলা খাওয়াচ্ছেন পুলিশকর্মী। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ছবি।

এই বিপর্যয়ে মানুষের পাশে সরকার আছে। কিন্তু যারা অবলা, তাদের কী হবে? সেই ভাবনায় একাধিক পশু-পাখি প্রেমী সংগঠন এবং পুলিশকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে পথে নেমেছেন। চারপেয়ে কিংবা বাঁদর-হনুমান, কাক কিংবা পায়রা, এদের খিদে মেটাতে  সক্রিয় হয়েছেন তাঁরা। তেমনই এক মানবিক ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছে সোশাল মাধ্যমে। সেই ভিডিওতে এক মানবিক পুলিশকর্মীর কীর্তি উঠে এসেছে। উত্তর প্রদেশের সেই পুলিশকর্মী বেশ ধৈর্য ধরে হাতকাটা এক বাঁদরকে কলা খাইয়েছেন। রীতিমতো খোসা ছাড়িয়ে ফোনে কথা বলতে বলতে এই কাজ করেছেন তিনি। বিপর্যয়ের আবহে এই দৃশ্য দেখে বেশ উচ্ছ্বসিত নেট দুনিয়া। জানা গিয়েছে, মাস্ক পরে থানার বাইরে বেরিয়ে একটা চেয়ারে বসে বাঁদরকে খাওয়ান সেই পুলিশকর্মী। তাঁর সহকর্মীরা সেই ভিডিও শ্যুট করে পোস্ট করেন সোশাল মাধ্যমে। বিভিন্ন মাধ্যম ঘুরে এখন বেশ ভাইরাল সেই ভিডিও। খুশবু নামে এক নেটিজেন টুইটারে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, "সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে মনটা ভরে গেল!।"

Coronavirus: দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭৬ জন, মৃত ৩২

দেখুন সেই মন ভালো করা ভিডিও:

মন ভালো করা এই ভিডিও ইতিমধ্যে ২৮ হাজার জন দেখে ফেলেছেন। ২ হাজার মানুষ নিজের প্রোফাইলে রি-টুইট করেছে সেই ভিডিও। মানবিক পুলিশকে কুর্নিশ জানিয়ে কমেন্ট বক্স ভরিয়েছেন অনেক নেটিজেন। 

Click for more trending news


.