This Article is From Jan 28, 2019

পশ্চিমবঙ্গের সঙ্গে চিনের ইয়ুন্নান রাজ্যের সম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য, বললেন চিনা কূটনীতিবিদ

তিনি জানান, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলো, সংবাদমাধ্যম, সিনেমা ইত্যাদি সবকিছুরই আদানপ্রদান হতে পারে এই সম্পর্ক গড়ে তুললে, যাতে উপকৃত হবে দু’পক্ষই।

পশ্চিমবঙ্গের সঙ্গে চিনের ইয়ুন্নান রাজ্যের সম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য, বললেন চিনা কূটনীতিবিদ
কলকাতা:

আন্তঃরাজ্য সম্পর্কের প্রতি জোর দেওয়ার কথা বিবেচনা করে দেখছে চিন। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের পাঁচটি রাজ্যকে এই তালিকায় রেখেছে তারা। কলকাতায় চিনের কনসাল জেনারেল ঝা লিওউ জানালেন এই কথা। “রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে দৌত্য গড়ে তোলার ব্যাপারে বরাবরই আগ্রহী চিন। সেই ব্যাপারে কথাবার্তা আরও এগোতে চায় আমাদের দেশ। এতে দু'পক্ষেরই লাভ হবে বলে আমাদের বিশ্বাস”, বলেন এ মাসেই কলকাতার নতুন কনসাল জেনারেল হওয়া ঝা লিউ। তিনি জানান, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলো, সংবাদমাধ্যম, সিনেমা ইত্যাদি সবকিছুরই আদানপ্রদান হতে পারে এই সম্পর্ক গড়ে তুললে, যাতে উপকৃত হবে দু'পক্ষই।

এনআরসি নিয়ে গিমিক করছে বিজেপি, নির্বাচনী গিমিক, তোপ দাগলেন মমতা

চিনের এই কূটনীতিবিদ আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ এবং চিনের ইয়ুন্নান রাজ্যের মধ্যে এবং কলকাতা ও কুনমিং-এর মধ্যে সম্পর্ক গড়ে তুলতে আশাবাদী আমরা। এর ফলে সংস্কৃতি এবং পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করা যায়।

মালদায় তৃণমূলের ' বেনজির' সাফল্য, নূরকে দলে নিয়ে মালদায় সংগঠনকে শক্ত করল শাসকদল

আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও কথা বলেন ঝা লিওউ। তিনি বলেন, বহু বছর ধরেই আমরা এই সম্মেলনের জন্য চিনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এখানে আনার চেষ্টা করছি। এই বছর যেমন ইয়ুন্নানের এক হাই প্রোফাইল প্রতিনিধি আসছেন সম্মেলনে যোগ দিতে।

.