This Article is From Aug 05, 2019

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, অতি ভারী বর্ষণের সতর্কতা জারি

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে গভীর নিম্নচাপের আগাম সতর্কতা জারি করল মৌসম ভবন।

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, অতি ভারী বর্ষণের সতর্কতা জারি

নিম্নচাপের জেরে ভারী অতি বৃষ্টির পূর্বাভাস

নয়া দিল্লি:

উত্তর বঙ্গোপসাগর (northern Bay of Bengal), বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে গভীর নিম্নচাপের (low-pressure) আগাম সতর্কতা জারি করল মৌসম ভবন। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি আরও ঘনীভূত হবে বলে জানিয়েছে দফতর।

ভারী বৃষ্টিপাতের সতর্কতা, মুম্বাইয়ের স্কুল, কলেজে ছুটি ঘোষণা

আবহাওয়া দফতরের অফিস থেকে জানানো হয়েছে, "উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলিতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটির আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পুরো মাত্রায় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পরবর্তী ৩-৪ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপও সক্রিয় থাকবে আগামী ৩-৪ দিন।

রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, মৃত ১৬, ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন

এর ফলে, আগামী ৩-৪ দিন ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ কোঙ্কন, গোয়া, গুজরাট, কেরল, কর্ণাটক, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেল জানিয়েছে হাওয়া অফিস।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.