ঠাণ্ডাকে উপভোগ করতে তো শীতপ্রেমীরা ভালোইবাসেন। কিন্তু সেই প্রেম নির্ভর করে কতখানি শীত, সেই তাপমাত্রার উপর। আমেরিকার বিস্তৃর্ণ অংশ এখন আক্ষরিক অর্থেই শীতে জমে রয়েছে। কল্পনাতীত সেই শীতের কামড় এতখানিই যে, চুলের মধ্যে থাকা সামান্য আর্দ্রতাও জমাট বাঁধিয়ে দিচ্ছে চুলে। এই তীব্র শীত আসলে মেরু বা পোলার ভার্টেক্সের স্থানচ্যুতির কারণেই সৃষ্ট। মেরু বা পোলার ভার্টেক্স হল সাধারণত উত্তর মেরুতে স্ট্রাটোস্ফিয়ারের চারপাশে ঘুরতে থাকা বাতাসের একটি প্রবাহ, যা বর্তমানে ব্যাহত। কিন্তু ঠিক কতখানি ঠান্ডা? মধ্য আমেরিকার কিছু অংশে তাপমাত্রা এখন -২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, এমনকি দক্ষিণ মেরুর থেকেও শীতল হয়ে উঠেছে এই জায়গাগুলি।
কনকাঞ্জলি দিয়ে ‘বাবা মায়ের ঋণ' শোধের প্রথা ভেঙে নজির গড়লেন হুগলির প্রিয়া মান্না
সোশ্যাল মিডিয়াতে অনেকেই ঠাণ্ডার কামড় ঠিক কেমন তা বোঝাতে নানা ছবি ও ভিডিও আপলোড করছেন। ঘরের ভেতর বরফ জমে যাওয়া থেকে শুরু করে ঠাণ্ডা হাওয়াতে চুলের জমে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনার ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল। বলাবাহুল্য, ছবি দেখে হাড় কেঁপে যেতে পারে আপনারও। আর শীতকাতুরে হলে তো কথাই নেই!
ম্যানহোলের মাটির নীচে সুড়ঙ্গ কেটে ব্যাঙ্ক ডাকাতির ছক? দেখুন ছবি
নীচে এক ঝলক দেখে নিন ঠাণ্ডায় মানুষদের কী অবস্থা এখানে:
এতখানিই ঠান্ডা পড়েছে যে এই আইওয়া মহিলার চুল পর্যন্ত আক্ষরিকভাবেই জমে গিয়েছে ঠাণ্ডায়।
ঠাণ্ডায় বরফ দেখতে অনেকেই তো ভ্রমণে বেরোন, বাড়িতে যদি কমোডের এই হাল হয়, শীতের কামড় টের পাচ্ছেন নিশ্চয়ই?
এমন তীব্র ঠাণ্ডায় জল পর্যন্ত ফোটানো যাচ্ছে না। ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটন্ত জল আকাশের দিকে ছুড়লে তা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যাচ্ছে।
একটি ব্যাপকভাবে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাওাতে কেউ যদি সাবানের বুদবুদ ছাড়েন তাও সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে।
শিকাগো শহর তাদের রেল লাইনগুলি চালু রাখার জন্য রেল লাইন বরাবর আগুন জ্বালিয়ে দিয়েছে।
তবে একটা কথা মানতেই হচ্ছে, শীত যতই হাত পা চুল জমিয়ে দিক না কেন, মানুষের কৌতুক বোধে কিন্তু কামড় পড়েনি শীতের।
মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে এমন শৈত্যপ্রবাহ শেষ দেখা গিয়েছিল ২০ বছর আগে।