This Article is From Mar 05, 2019

বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহর গুরগাঁও, প্রথম ১০-এ ভারতেরই আরও ৬ শহর: সমীক্ষা

বায়ুতে দূষণের মাত্রা পিএম ২.৫-এর বেশি হলে তা মানুষের শ্বাসযন্ত্র ও শরীরের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে।

বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহর গুরগাঁও, প্রথম ১০-এ ভারতেরই আরও ৬ শহর: সমীক্ষা

ভারতের সাত শহরের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের ফাইজলবাদের নামও রয়েছে তালিকায় প্রথম পাঁচে।

বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহরের মধ্যে ভারতেই রয়েছে ৭টা শহর। এক সমীক্ষায় দেখা গিয়েছে এশিয়ার দক্ষিণের দেশগুলোতে বায়ুমণ্ডল দিনদিন অত্যন্ত দূষিত হয়ে উঠছে, যা ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। 

গতবছর আইকিউএয়ার এয়ারভিজুয়াল ও গ্রিনপিসের সমীক্ষায় জানা গিয়েছিল ভারতের রাজধানীর দক্ষিণ-পশ্চিমপ্রান্তে অবস্থিত শহর গুরগাঁওতে দূষণের পরিমাণ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যাধিক বেশি। ভারতের সাত শহরের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের ফাইজলবাদের নামও রয়েছে তালিকায় প্রথম পাঁচে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল প্রয়াগরাজের কুম্ভ মেলার

oumqtbn8

তালিকায় দেখে নিন দূষণের নিরিখে এ এগিয়ে আর কে পিছিয়ে।

বায়ুতে দূষণের মাত্রা পিএম ২.৫-এর বেশি হলে তা মানুষের শ্বাসযন্ত্র ও শরীরের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে।

ভারত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ, চীন, পাকিস্তান ইত্যাদি দেশগুলোও দূষণের নিরিখে খুব একটা পিছিয়ে নেই। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে দূষণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ভারতীয় নাগরিক এবং শারীরিক সমস্যার চিকিৎসার জন্যই এদেশে জিডিপি-র ৮.৫ শতাংশ খরচ হয়ে যায়। 

তবে চীন দূষণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে গতবছরেই আগের তুলনায় দূষণের পরিমাণ ১২ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.