This Article is From Feb 07, 2020

Watch: ‘ভালুক’ সেজে বানর তাড়ালেন বিমানবন্দর কর্মীরা, দেখুন ভিডিও

সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দরকর্মীকে ভালুক সেজে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে। তার তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে লেঙুরদের।

Watch: ‘ভালুক’ সেজে বানর তাড়ালেন বিমানবন্দর কর্মীরা, দেখুন ভিডিও

ভালুকের বেশে মানুষ তাড়া করল বানরদের।

হাইলাইটস

  • বানর জাতীয় প্রাণীদের তাড়াতে ‘ভালুক’ সাজতে হল এক বিমানবন্দর কর্মীকে
  • সেই ভিডিও দেখে চমকে উঠেছেন সকলে
  • গত এক সপ্তাহ ধের বানরদের তাড়াতে এই পদ্ধতিই অবলম্বন করা হচ্ছে
আহমেদাবাদ:

পৃথিবীর সব প্রাণীর উপরেই আধিপত্য কায়েম করা সত্ত্বেও মাঝেমধ্যে তাদের পাত্তা দিতে চায় না তথাকথিত না-মানুষেরা। যেমন আহমেদাবাদের বিমানবন্দরের বাসিন্দা লেঙুররা। এই অতিকায় বানর জাতীয় প্রাণীদের তাড়াতে তাই ‘ভালুক' সাজতে হল এক বিমানবন্দর কর্মীকে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দরকর্মীকে ভালুক সেজে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে। আর সেই ভালুক-রূপী মানুষের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে লেঙুরদের। সংবাদ সংস্থা এএনআই-কে বিমানবন্দর কর্তা মনোজ গঙ্গল বলেন, ‘‘লেঙুররা ভালুককে ভয় পায়। তাই আমরা একটা কস্টিউম বানিয়ে নিই।''

Viral Video: গণ্ডার-ছাগল ছানায় দারুণ দোস্তি! দেখুন, কেমন খেলছে....

তিনি আরও জানাচ্ছেন, ‘‘আমাদের কর্মী যখন সেটা পরে লেঙুরদের ভয় দেখাতে চেষ্টা করছিল‌, ওরা দৌড়ে পালিয়ে গেল। সুতরাং এটা একটা দারুণ ও সফল পরীক্ষা। আমরা গত এক সপ্তাহ ধরে এটা করে আসছি।''

Viral: সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল ওরাং ওটাং, মন জিতল নেটিজেনদের

মানুষ যত প্রাকৃতিক পরিবেশের ভিতরে ঢুকে পড়ে শহর ও নগর তৈরি করছে তত বানর জাতীয় প্রাণীদের মোকাবিলা করতে হয়েছে তাদের। ২০১৪ সালে দিল্লিতে বানরের উৎপাত থামাতে বানরের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল কয়েকজনকে। প্রায় জনা চল্লিশেক বানর সাজা মানুষকে ব্যবহার করা হয়েছিল বানর তাড়াতে। 

.