This Article is From Feb 08, 2019

পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ, দেহ উদ্ধার হল পরিত্যক্ত স্থানে

রাত তিনটে নাগাদ শিশুটিকে যখন অপহরণ করা হয় সে তখন পরিবারের বাকিদের সঙ্গে রাস্তার ছাউনিতে ঘুমোচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ, দেহ উদ্ধার হল পরিত্যক্ত স্থানে

জেজে হাসপাতালে ময়না তদন্তে জানা গিয়েছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল

হাইলাইটস

  • সকাল দশটা নাগাদ একটি পরিত্যক্ত জায়গা থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়
  • ময়না তদন্তে জানা গিয়েছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল
  • প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ধারায় মামলা হয়েছে
মুম্বই:

একটি পাঁচ বছরের মেয়েকে অপহরণ করেছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের মাহিম এলাকা থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে হত্যা করার আগে যৌন হেনস্থা করা হয়েছিল।

রাজীবের জিজ্ঞাসাবাদের আগে ১০ জন আধিকারিককে কলকাতায় নিয়ে আসছে সিবিআই

মাহিমের এল জি রোড থেকে রাত তিনটে নাগাদ শিশুটিকে যখন অপহরণ করা হয় সে তখন পরিবারের বাকিদের সঙ্গে রাস্তার ছাউনিতে ঘুমোচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

মেয়েটির বাবা পেশায় একজন শ্রমিক। তিনিই প্রথম ঘুম থেকে উঠে দেখেন মেয়ে পাশে নেই, এর পরে তিনি পুলিশে অভিযোগ জানান।

রাজনৈতিক বিজ্ঞাপনের খরচ কে বহন করছে তা জানাবে ফেসবুক

সকাল দশটা নাগাদ একটি পরিত্যক্ত জায়গা থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়, বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

জেজে হাসপাতালে ময়না তদন্তে জানা গিয়েছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল।

জোন ফাইভের পুলিশের ডেপুটি কমিশনার বিক্রম দেশমানে বলেন, "আমরা প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ধারায় একটি ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছি।"

পুলিশ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও তিনি জানিয়েছেন।

আরও খবর দেখুন এখানে

.