This Article is From May 05, 2019

যাত্রীবাহি বিমানে আগুন, মৃত ১, আহত বহু

Russia Plane On Fire: ইন্টারফ্যাক্স এজেন্সি জানিয়েছে, রুশ বিমান সুপার জেট-১০০, সবেমাত্র উড়ান নিয়েছিল। তখনই দুর্ঘটনার সিগন্যাল দেন এক কর্মী।

যাত্রীবাহি বিমানে আগুন, মৃত ১, আহত বহু

মস্কো (Moscow)বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আগুন লেগে মৃত বিমানের এক যাত্রী, “আহত বহু”। যাত্রীবাহি বিমানটি রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দর মস্কোয়(Moscow)অবতরণ করছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা ট্যাস(TASS)।

ইন্টারফ্যাক্স এজেন্সি জানিয়েছে, রুশ বিমান সুপার জেট-১০০, সবেমাত্র উড়ান নিয়েছিল সেরেমেতেভো বিমানবন্দর থেকে। তখনই দুর্ঘটনার সিগন্যাল দেন এক কর্মী।

সূত্র মারফৎ ইন্টারফ্যাক্স জানতে পেরেছে, “সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করানো হয়, কিন্তু প্রথমবার সফল হয় নি, দ্বিতীয়বার অবতরণ করে, তারপরেই আগুন লেগে যায়”।

বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনই জানাতে পারে নি সংস্থা, আহতের সংখ্যা জানায় নি ট্যাস(TASS)। তারা জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে আনা হয়।

বিমানের ওপর দিয়ে ধোঁয়া বের হওয়ার ছবি দেখা গছে রুশ টিভি চ্যানেলগুলিতে। অন্য ছবিতে দেখা গেছে, অবতরণ করার সময় বিমানটিতে আগুন লেগে যায়, সামনের দরজা দিয়ে বের করে আনা হচ্ছে যাত্রীদের।

সংবাদসংস্থা রিয়া নোভস্তির খবর অনুসারে, উত্তর পূর্বের মারমাস্কের দিকে যাচ্ছিল।বিমানটি যখন উড়ছিল,  সেই সময় কোনও বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লেগেছে।

.