This Article is From Jun 05, 2019

আজ খুশির ইদ; সোশ্যালে নয়, ইদ মুবারক বলুন শায়েরিতে

Eid Mubarak: ইদ মুবারক বলবেন শায়েরি ছাড়াই? সে হয় নাকি! মেসেজ করবেন, ট্যুইট করবেন, ইনস্টাগ্রামেও না হয় শুভেচ্ছা পাঠাবেন সবাই।

আজ খুশির ইদ; সোশ্যালে নয়, ইদ মুবারক বলুন শায়েরিতে

Eid Mubarak: ইদের শায়েরি

নিউ দিল্লি:

ইদে (EID) ইদ মুবারক (Eid Mubarak) বলবেন শায়েরি ছাড়াই? সে হয় নাকি! মেসেজ করবেন, ট্যুইট (Tweet) করবেন, ইনস্টাগ্রামেও (Instagram) না হয় শুভেচ্ছা পাঠাবেন সবাই। কিন্তু সবার থেকে হটকে হতে চাইলে প্রিয়াকে পাঠান এই শায়েরি----- 

সামনেই ইদ, কিন্তু আমার হৃদয় শূন্য

তুমি যদি আজ থাকতে আমার পাশে

তুমি হয়ত ইদের চাঁদ দেখেছ

তুমিই হয়ত এখন ইদের চাঁদ

আজ ইদ, আজ তো বাঁধ বাহুর বাঁধনে

কেউ কিছু বলবে না, কারণ, আজ যে ইদ

আজ তো জড়িয়ে ধরে বল, ইদ মুবারক

কারণ, আজ রং আছে, সুর আছে, ফুলের সৌরভ আছে আর তুমি আছ

ইদ আছে তুমি নেই, এমন ইদে মজা কী

ইদ মানেই তো চাঁদ দেখা, তুমিই যে সেই চাঁদ প্রেয়সী

ইদে সবাই কাছে পাবে নিজের প্রিয়-প্রিয়াকে

আমি শুধুই চোখের জলে জড়াব প্রাণহীন পাথরকে

তুমি আমার সেই অতৃপ্ত বাসনা

যা চাওয়ার পরেও ভয় হয়, যেন অন্য কারোর না হয়ে যাও তুমি

বাতাস, তুমিই আমার হয়ে ইদ মুবারক বলে দাও

বল, ওর স্মৃতিতেই পূর্ণ আমার হৃদয় নাও

ইদ আসতেই তোমায় মনে পড়ল

আমার ইদের চাঁদ যে তুমিই

আজ ইদ, আজ তো ধরা দাও বাহুর বাঁধনে

আজ যে প্রাণের সঙ্গে প্রাণের মিলন ঘটে, আজ ইদ

.