This Article is From Aug 01, 2020

কোভিড বিধি মেনেই রাজ্যে পালিত কুরবানী ঈদ! টুইট করে শুভেচ্ছা ধনখড়-মমতার

এবছর অতিথি আপ্যায়ন বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আপ্যায়ন যেন পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে

কোভিড বিধি মেনেই রাজ্যে পালিত কুরবানী ঈদ! টুইট করে শুভেচ্ছা ধনখড়-মমতার

দেশব্যাপী পালিত ঈদ-উল-আদহা।

কলকাতা:

স্বাস্থ্যবিধি ও কোভিড নিয়ন্ত্রণ (Covid-19) মেনে রাজ্যে পালিত হল ঈদ-উল-আদহা (Eid-Ul-Adha)। কুরবানী ঈদ নামে এই উৎসব বেশী পরিচিত। শনিবার রাজ্যের মুসলিম নাগরিকরা মসজিদ কিংবা বাড়িতে প্রার্থনা করে দিন শুরু করেছেন। যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন তাঁদের দেখা গিয়েছে সামাজিক দূরত্ব মেনে পরব উদযাপন করতে। পয়লা অগাস্ট থেকে দেশব্যাপী শুরু হয়েছে আনলক-৩ (Unlock-3)। এই পরিবেশে রাজ্যেও কনটেইনমেন্ট জোনের বাইরে শিথিল হয়েছে কোভিড বিধি।কিন্তু স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নজরদারি কড়া থাকায় রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই উৎসব নিয়ে তেমন উত্তেজনা চোখে পড়েনি। টুইট করে শুভেচ্ছা  জানান রাজ্যপাল জগদীপ ধনখড়ও। রাজ্যপাল লেখেন, "এই উৎসব আমাদের ধৈর্য, শান্তি ও সৌভ্রাতৃত্ব শিখিয়েছে। যেহেতু আমাদের সামনে এখন কোভিড বড় প্রতিবন্ধকতা। তাই নিরাপত্তা প্রটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে উদযাপন করতে হবে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। বেঙ্গল ইমাম সংগঠনের সভাপতি মহম্মদ ইহাইয়া বলেন, "রাজ্যের ২৬ হাজার মসজিদ কমিটির কাছে বার্তা পাঠানো হয়েছে। প্রতিবার সর্বাধিক ২৫ জনকে প্রার্থনার জন্য মসজিদে প্রবেশাধিকার দিতে হবে। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে মসজিদ।"

তিনি আরও জানিয়েছেন, এবছর অতিথি আপ্যায়ন বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আপ্যায়ন যেন পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে।

.