This Article is From Feb 12, 2020

ডিওয়াইএফআইয়ের সভা ঘিরে ধুন্ধুমার, কাঁদানে গ্যাসের সেল, জল কামান শিলিগুড়িতে

এয়ার ভিউ ভবন থেকে এদিন উত্তরকন্যা ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় সিপিআইএমের যুব সংগঠনের তরফে

ডিওয়াইএফআইয়ের সভা ঘিরে ধুন্ধুমার, কাঁদানে গ্যাসের সেল, জল কামান শিলিগুড়িতে

ডিওয়াইএফআইয়ের অভিযোগ, মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে

শিলিগুড়ি:

বুধবার ডিওয়াইএফআইয়ের (DYFI ) মিছিল ঘিরে রণক্ষেত্রে পরিণত হল শিলিগুড়ি (Siliguri),, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসেল সেল, জল কামান ছুঁড়ল পুলিশ। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বুধবার কৃষকদের ফসলের নায্য দাম এবং চাকরির দাবিতে মিছিল করে সিপিআইএমের যুব সংগঠন। এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং বলেন, কোনও আইন ছাড়াই মিছিলের আয়োজন করা হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আয়োজকরা। তিনি জানান, “পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়। তাঁদের ছাত্রভঙ্গ করতে আমাদের জল কামান ছুঁড়তে হয়”।

এয়ার ভিউ ভবন থেকে এদিন উত্তরকন্যা ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় সিপিআইএমের যুব সংগঠনের তরফে।

মিছিল আটকানোর চেষ্টা করলে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ডিওয়াইএফআই কর্মী, সমর্থকদের, ঘটনায় আহত হন মিছিলে উপস্থিত বহু কর্মী সমর্থক এবং তিনজন পুলিশকর্মী। পরে সেখানেই বেশ কিছুক্ষণের জন্য সভা করে ডিওয়াইএফআই। সংগঠনের নেতা সায়নদীপ মিত্রের অভিযোগ, প্ররোচনাহীনভাবে পদক্ষেপ করেছে পুলিশ।

এনআরসি-সিএএ নথি জোগাড়ে ব্যবহার করা হচ্ছে ব্যাঙ্ক, পোস্ট অফিস: মুখ্যমন্ত্রী

সায়নদীপ মিত্র সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম আমরা, সেখানে আমাদের নির্মমভাবে মারধর করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, ভারতে গণতন্ত্র বিপন্ন। বাংলায় এটাই কি গণতন্ত্রের চিহ্ন”?

অন্যদিকে, তৃণমূল নেতা গৌতম দেবের অভিযোগ, বামেদের সঙ্গে গোপন আঁতাত করে রাজ্যের শান্কি বিঘ্নিত করতে চাইছে বামেরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.