This Article is From Oct 05, 2019

Durga Puja 2019: ভার্চুয়াল দুনিয়ায় পৌঁছে যান হাজরা পার্ক দুর্গোৎসবের হাত ধরে

এবছরে ৭৭-এ পা হাজরা হাজরা পার্ক দুর্গোৎসব সমিতির। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত পুজোর ছবি 'পাসওয়ার্ড'-এর থিম এই পুজোর মণ্ডপ জুড়ে।

Durga Puja 2019: ভার্চুয়াল দুনিয়ায় পৌঁছে যান হাজরা পার্ক দুর্গোৎসবের হাত ধরে

Durga Puja 2019: ভার্চুয়াল দুনিয়ায় মায়ের আবাহন

কলকাতা:

এবছরে ৭৭-এ পা হাজরা হাজরা পার্ক দুর্গোৎসব সমিতির (Hazra Park Durgotsav Samity)। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত পুজোর ছবি 'পাসওয়ার্ড'-এর ( Password) থিম এই পুজোর মণ্ডপ জুড়ে। আলোর কারুকাজে, অগুন্তি সংখ্যার সমাহারে দর্শনার্থীরা প্যান্ডেলে পা রাখলেই পৌঁছে যাবেন ভার্চুয়াল দুনিয়ায়।

r93f845g

পুজো মণ্ডপটি শুরুই হচ্ছে কয়েকধাপ সিঁড়ি দিয়ে উঠে। স্বর্গে উঠতে গেলে যেমন উঁচু পথে হাঁটতে হয় সেভাবেই হালকা উঁচু হতে হতে পথ পৌঁছে যাবে মণ্ডপের ভেতর। যেখানে অনবরত ঝরবে ঝর্ণা। তার ওপর ঘুরবে ডিজিটাল গ্লোব। বলবে পরিবেশ সচেতনতার কথা। সারা মণ্ডপে থাকবে অসংখ্য সংখ্যা। আর তারই মধ্যে দশপ্রহরণধারিণীর সাবেকি মূর্তি।

e6ku9gbg

থিম নিয়ে সবিস্তারে জানালেন পুজো কমিটির কর্ণধার সায়নদেব চট্টোপাধ্যায়, 'আমাদের পুজোর সজ্জাশিল্পী তন্ময় চক্রবর্তীই পাসওয়ার্ড ছবির সেট তৈরি করেছেন। ওঁর মাথাতেই প্রথম এই অভিনব চিন্তা এসেছিল। তন্ময় পুজো কমিটিকে সেটা জানালে সবাই সানন্দে রাজি হয়ে যান। কারণ, আমাদের জীবনে সাইবার দুনিয়া, সাইবার ক্রাইম আর পাসওয়ার্ড প্রায় সমার্থক।

k8qsf6hg

আজকের এই অতি দ্রুত গতিশীল জীবন সারাক্ষণই যেন কতগুলো সংখ্যা বা পাসওয়ার্ডে বন্দি। যেমন, আমাদের দিন শুরু পাসওয়ার্ড দিয়ে মোবাইল অন করে। তারপর অফিসে গিয়ে একই ভাবে কম্পিউটার খুলি। এটিএম দিয়ে টাকা তুলি। অনলাইন শপিং বা সিনেমা বুকিং থেকে দিনের শেষে বাড়িতে ফিরে তালা-চাবি ঘুরিয়ে বন্ধ দরজার লক খোলা--- সবখানেই তো পাসওয়ার্ডের খেলা!

ivbdeqhg

এভাবেই ক্রমাগত সংখ্যা ছকে বন্দি হতে হতে মানুষ এখন যান্ত্রিক। স্বাভাবিক হাসি-আনন্দ-মজা-ঠাট্টা মুছে শুধুই যন্ত্র-নির্ভরতা। একমাত্র বছরের পুজোর চারটে দিন বাঙালি জীবনে যেন স্বাদবদল ঘটে। সম্বৎসরের সমস্ত দুঃখ, হতাশা সরিয়ে যাতে সবাই আনন্দে মেতে উঠতে পারে তার জন্যেই রাজ্য জুড়ে এত আয়োজন। শহরবাসীর মনে সেই আনন্দ ছড়াতেই হাজরা পার্কের দুর্গাপুজো তাই থিম হিসেবে বেছে নিয়েছে পাসওয়ার্ড। যদিও আমাদের পুজোর পাসওয়ার্ড কোনও সংখ্যা নয়, মা। পুজো দেখতে এসেছইলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী ইশা সাহা।

.