This Article is From Apr 05, 2020

তাবলিগি জামাতের সমাবেশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে ফোনের তথ্য

সকলকে খুঁজে বের করতে সেলফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশের সূত্র NDTV-কে জানিয়েছেন।

তাবলিগি জামাতের সমাবেশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে ফোনের তথ্য

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে।

নয়াদিল্লি:

যাঁরা দিল্লিতে (Delhi) তাবলিগি জামাতের (Tablighi Jamaat) ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন তাঁদের সকলকে খুঁজে বের করতে সেলফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশের সূত্র NDTV-কে জানিয়েছেন। করোনা সংক্রমণের ‘হটস্পট' হয়ে ওঠা ওই সমাবেশের ব্যাপারে তদন্তে নেমেছে অপরাধ দমন শাখা। দেশের করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রায় এক তৃতীয়াংশ, অন্তত ১,০০০ জনের সঙ্গে ওই সমাবেশের যোগসূত্র আবিষ্কার করা গিয়েছে। প্রসঙ্গত, ওই সমাবেশে বিপুল সংখ্যক বিদেশি অতিথিরাও যোগ দিয়েছিলেন। মনে করা হচ্ছে, ওই সমাবেশে অংশ নিয়েছিলেন‌ ৯,০০০ ব্যক্তি। মার্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সরকার সেই সময় থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার জ‌্ন্য সকলের কাছে আবেদন করলেও ওই সমাবেশে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়েছিলেন।

করোনা আতঙ্কের মাঝে রাজ্যে ফিরল ‘রাজনীতি', শনিবারের তিন ঘটনায় মিলল ইঙ্গিত 

সমাবেশের পরে তাঁদের অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান বলেও জানা গিয়েছে। এর ফলে সংক্রমণ ছড়িয়েছে।

পুলিশ সেই সমস্ত ব্যক্তির তথ্য খতিয়ে দেখছে, যাঁদের জিপিএস লোকেশন ওই সময় ওই চত্বরে দেখা গিয়েছে। দিল্লি পুলিশ অন্য রাজ্যের পুলিশকেও এব্যাপারে সাহায্য করছে।

গত এক সপ্তাহে যুদ্ধকালীন তৎপরতায় ওই সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। 
গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছিলেন, পুলিশ সেলফোনের তথ্য খতিয়ে দেখে তদন্ত শুরু করবে।

ওই সমাবেশে যোগ দেওয়া ৯০০-র বেশি বিদেশি অতিথিকে এরই মধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

.