This Article is From Feb 08, 2020

‘‘আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে...’’ ভোট দিয়ে বেরিয়ে বললেন মনোজ তিওয়ারি

Delhi election 2020: মনোজ তিওয়ারি জানাচ্ছেন, ‘‘আমরা ৫০টির বেশি আসনে জিতে সরকার গঠন করব।’’

Delhi election 2020: মনোজ তিওয়ারি জানালেন, ‘‘আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে বলছে এবার বিজেপি সরকার গঠিত হবে।’’

হাইলাইটস

  • বিজেপির মনোজ তিওয়ারি জানালেন, তিনি আত্মবিশ্বাসী বিজেপিই জিতবে দিল্লিতে
  • তিনি জানালেন, তাঁৱ ষষ্ঠেন্দ্রিয় বলছে বিজেপিই সরকার গড়বে দিল্লিতে
  • মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ
New Delhi:

শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2020) দিন বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি (BJP's Manoj Tiwari)জানালেন তাঁর ষষ্ঠেন্দ্রিয় তাঁকে ইশারা করছে তাঁর দলই ক্ষমতায় আসতে চলেছে। ভোজপুরী অভিনেতা-গায়ক-রাজনীতিবিদ জানাচ্ছেন, তাঁর আত্মবিশ্বাস রয়েছে তাঁর নেতৃত্বে রাজ্যে ঘুরে দাঁড়াবে বিজেপি। তবে বিজেপি জিতলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা সে বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন। মনোজ জানাচ্ছেন, ‘‘আমি সব দিক থেকে কম্পনটা অনুভব করার চেষ্টা করছি। যাঁরা ষষ্ঠেন্দ্রিয়ে বিশ্বাস করেন... আজ আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে বলছে এবার বিজেপি সরকার গঠিত হবে।''

এক বুথের কাছে দাঁড়িয়ে গলায় রজনীগন্ধার মালা পরিহিত দিল্লি বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিকদের কাছে এমন‌ই দাবি করেন।

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ, বিজেপি-আপের লড়াইয়ে নজর

মনোজ জানাচ্ছেন, তাঁর মা বারাণসী থেকে এসেছেন ১ ফেব্রুয়ারি। তিনি উপোস করেছেন। আজকের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত খাদ্যগ্রহণ করবেন না। মনোজ বলেন, ‘‘আমার সঙ্গে আমার মায়ের আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদ রয়েছেন। এই প্রথম বিজেপিতে আসার পরে কোনও নির্বাচনে রয়েছি আমি।''

বাংলাদেশে জন্ম, দিল্লির সবচেয়ে প্রাচীন ভোটার কালীতারা মণ্ডলের বয়স ১১১

২০১৫ সালে আম আদমি পার্টি পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। কংগ্রেস কোনও আসন পায়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি কেন্দ্রের সব ক'টিতে জয়লাভ করেছে।

এবার বিধানসভাতেও বিজেপির জয় দেখছেন মনোজ। জানাচ্ছেন, ‘‘আমরা ৫০টির বেশি আসনে জিতে সরকার গঠন করব।''

সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হবেন? উত্তরে মনোজ জানাচ্ছেন, ‘‘হবেন কেউ, খুব ভাল কেউ।''

সাংসদ মনোজ নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলছেন না। কিন্তু তিনি জানাচ্ছেন, তাঁর দলের কৌশলই হল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম না জানানো। শুক্রবার তিনি দিল্লির মন্দিরে গিয়ে দলের জয় কামনা করেন। রাস্তার ধারে ক্রিকেট খেলাতেও অংশ নেন।

মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। 

.