This Article is From May 20, 2020

কেমন ভাবে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান: ১০ তথ্য

পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। আমফান হাওড়া, কলকাতা ও হুগলি এলাকায় প্রবেশ করার সময় তার গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা।

কেমন ভাবে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান: ১০ তথ্য

Cyclone Amphan: পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে প্রবল বর্ষণ।

নয়াদিল্লি: পূর্বাভাস মেনে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)। প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও সমুদ্রের জলোচ্ছ্বাস— আমফান (Amphan) বঙ্গোপসাগরের বুকে অন্যতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশায় এক লক্ষের বেশি মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহি‌নীর প্রধান একথা জানিয়েছেন। এদিন সন্ধ্যার মধ্যেই কলকাতায় এসে পৌঁছনোর কথা আমফানের। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। আমফান হাওড়া, কলকাতা ও হুগলি এলাকায় প্রবেশ করার সময় তার গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা।

রইল আমফানের অগ্রগতির ১০ টি তথ্য:

  1. ঘূর্ণিঝড়টির আকার একটি আংটির মতো। ঝড়টির ‘আই'-কে ঘিরে বাতাস পাক খাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 

  2. আমফান রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হুগলি ও কলকাতায় আছনে পড়বে। 

  3. আমফান আছড়ে পড়লে ভারী বাতাস বইবে পূর্ব থেকে পশ্চিমে। 

  4. দুই ২৪ পরগনায় ঝড়ের গতি থাকবে ১৫৫-১৮৫ কিমি/ঘণ্টা। কলকাতায় গতি থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা।

  5. উত্তর দিকে আমফান ক্রমশ এগিয়ে চললে ঝড়ের চোখ সমস্ত এলাকা পেরিয়ে এগিয়ে যাবে। তার আগে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পশ্চিম থেকে পূর্বে প্রবল ঝড় হবে। ঝড়ের চোখটি এলারা পেরিয়ে চলে গেলে বাতাসের বেগ কমবে। এরপর এমনকী নীল আকাশও দেখা যেতে পারে।

  6. তবে সেক্ষেত্রেও ঝড় শেষ হয়ে গেছে ভেবে বাইরে বেরনো যাবে না। কেননা চোখটি চলে যাওয়ার ৩৫-৪৫ মিনিট আবার ঝড় শুরু হবে। কেননা তখন ওই আংটির দক্ষিণ অংশ তাণ্ডব শুরু করবে। 

  7. এবার বাতাস বইবে পশ্চিম থেকে পূর্ব দিকে। গতি আগের থেকেও বাড়তে পারে। এমনটা চলবে ৩০-৪৫ মিনিট। 

  8. উপকূল অঞ্চলে এটি আছড়ে পড়লে ৪-৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা যাবে। 

  9. প্রবল জলোচ্ছ্বাসের ফলে নদীর জলও উপচে পড়বে। প্রায় ১০-১৫ কিমি পর্যন্ত সেই জল চলে আসার সম্ভাবনা। 

  10. এই ঝড় এতটাই বিপজ্জনক হবে যে সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা।



Post a comment
.