This Article is From Apr 24, 2020

পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের: সূত্র

সম্প্রতি ক্যাবিনেট সচিব, সব মন্ত্রকের সচিব-সহ কেন্দ্রীয় সরকারি কর্মীবৃন্দদের সেই তহবিলে অনুদান করতে আবেদন করেছেন। সচিব, সহ-সচিব, যুগ্ম-সচিব ও আধিকারিক পদমর্যাদার কর্মীরাই অনুদান দেবেন

পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের: সূত্র

২৮ মার্চ প্রধানমন্ত্রীর তদারকিতে তৈরি করা হয়েছে এই পিএম-কেয়ার তহবিল। (ফাইল)

হাইলাইটস

  • পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের
  • শুক্রবার জানিয়েছে সরকারি এক সূত্র
  • ২৮ মার্চ চালু হয়েছে এই তহবিল
নয়া দিল্লি:

পিএম-কেয়ার ফান্ড (PM-Care Fund) অডিট করবে না ক্যাগ। সরকারি এক সূত্র শুক্রবার এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নাগরিক সহযোগিতা ও বিপর্যয় ত্রাণ তহবিল এই পিএম-কেয়ার ফান্ড। ২৮ মার্চ প্রধানমন্ত্রীর তদারকিতে তৈরি হয় এই তহবিল। অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই তহবিলের ট্রাস্টি সদস্য। ক্যাগ (CAG) সূত্রে খবর, "সেই তহবিলে ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ভাবে অনুদান পড়ছে। তাই আমাদের সেই দাতব্য তহবিল অডিট করার এক্তিয়ার নেই।" জানা গিয়েছে, যতক্ষণ না ট্রাস্ট অডিট করার অনুমতি দেবে, ততক্ষণ ক্যাগ সেই তহবিল ছুঁতে পারবে না। সূত্রের খবর, স্বাধীন কোনও সংস্থা সেই তহবিল অডিট করবে। ট্রাস্টি বোর্ডের সদস্যরা নির্বাচিত করবে সেই সংস্থাকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, করোনা সংক্রমণ বাড়ার পর থেকেই একাধিক মাধ্যম সেই তহবিলে অনুদান দিতে আবেদন করেছে। প্রধানমন্ত্রী-সহ একাধিক তারকা, সংগঠন ও শিল্পপতিরা আবেদন করেছেন পিএম-কেয়ার ফান্ডে সাধ্যমতো অনুদান দিতে।  

রাজ্যের অডিট প্যানেল জানাল মৃত ৫৭ করোনা আক্রান্তের ৩৯ জনই কো-মর্বিডিটির শিকার

সম্প্রতি ক্যাবিনেট সচিব, সব মন্ত্রকের সচিব-সহ কেন্দ্রীয় সরকারি কর্মীবৃন্দদের সেই তহবিলে অনুদান করতে আবেদন করেছেন। সচিব, সহ-সচিব, যুগ্ম-সচিব ও আধিকারিক পদমর্যাদার কর্মীরাই অনুদান দেবেন। এই মর্মে কেন্দ্রীয় তরফে অনুরোধ করা হয়েছে। যদিও এই তহবিলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, "১৯৪৮ থেকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল চালু আছে। তাহলে নতুন এই তহবিল কেন?" একই ভাবে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা এই তহবিল গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

করোনাকে রুখতে পরীক্ষামূলক ড্রাগ 'রেমডেসিভির' মানবদেহে কাজ করতে ব্যর্থ

জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলও অডিট করা হয়। আগামী চার বছরের জন্য হুয়ের তহবিল সম্প্রতি অডিট করেছে ক্যাগ।ইতিমধ্যে পিএম-কেয়ার তহবিলে একাধিক ব্যক্তিত্ব অনুদান দিয়েছেন। দেশের প্রথম সারির শিল্পসংস্থা থেকে ক্রীড়াবিদ কিংবা বলিউড তারকা। প্রত্যেকেই এই তহবিলে অনুদান দিয়েছেন। সেই তালিকায় আছেন রতন টাটা, শাহরুখ খান, পিভি সিন্ধু, বিরাট কোহলি, এআইএফএফ-সহ অন্যরা। 

.