This Article is From Apr 05, 2020

দেশের করোনায় আক্রান্ত ৪২ শতাংশেরই বয়স চল্লিশের নীচে

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার পর্যন্ত ৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭২ জ‌ন।

দেশের করোনায় আক্রান্ত ৪২ শতাংশেরই বয়স চল্লিশের নীচে

রবিবার পর্যন্ত দেশে ৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে

নয়াদিল্লি:

দেশে করোনা (Coronavirus) আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ শতাংশই ২১-৪০ বছরের মধ্যে বয়সি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘কোভিড-১৯ (COVID-19) আক্রান্তদের মধ্যে ০-২০ বছরের মধ্যে রয়েছে ৯ শতাংশ। ২১-৪০ বছরের মধ্যে ৪২ শতাংশ। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ শতাংশ। ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছে ১৭ শতাংশ মানুষ।''

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত তাবলিগি জামাতে অংশ গ্রহণকারী আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্যে। ১,০২৩টি কোভিড-১৯ পজিটিভ কেসের সঙ্গে ওই সমাবেশের যোগ রয়েছে। দেশের মোট কেসের মধ্যে ৩০ শতাংশই একটি বিশেষ স্থানের সঙ্গে সম্পর্কিত।

স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, তাবলিগি জামাতের ২২,০০০ অংশগ্রহণকারী ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার পর্যন্ত ৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭২ জ‌ন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৭৪।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.