This Article is From Mar 13, 2020

Coronavirus Live Tracker: ভারত সহ বিশ্বের কোন কোন দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস?

Coronavirus Live Tracker: বিশ্বের কোন কোন দেশে কতজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন তার বিস্তারিত বিবরণে একবার চোখ বুলিয়ে নিতে পারেন

Coronavirus Live Tracker: ভারত সহ বিশ্বের কোন কোন দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস?

Coronavirus Outbreak: এখনও পর্যন্ত ভারতে ৭৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে

হাইলাইটস

  • বিশ্বে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ
  • ভারতে এখনও পর্যন্ত ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে
  • চিনে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে

দেশ তথা গোটা দুনিয়ায় আপাতত আতঙ্কের (Coronavirus In India) একটাই নাম, করোনা ভাইরাস। এই মারণ ভাইরাসের (Coronavirus) ভয় এতটাই ছড়িয়ে পড়েছে যে বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কগুলি হু-হু করে বিকিয়ে যাচ্ছে। কোনও কোনও জায়গায় এখন পাওয়াও যাচ্ছে না সেগুলি। সকলের মনেই এখন প্রশ্ন আর কত? আর কতজন মানুষ এই ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবেন? ৮ থেকে ৮০, সবাই চাইছেন করোনা ভাইরাসের সম্পর্কে যতটুকু সম্ভব জেনে নিতে। আপনিও জেনে নিতে পারেন ভারতের পাশাপাশি বিশ্বের আর কোন কোন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ (Coronavirus Tracker) মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ভারতে এখনও পর্যন্ত ৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, অন্যদিকে চিন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে জানানো হয়েছে। চিনের সরকারি পরিসংখ্যান অনুসারে, ৩,১৬৯ জন মানুষ ইতিমধ্যেই করোনা ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইতালিতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হু-হু করে বাড়ছে। জানা গেছে, ওই দেশে এখনও পর্যন্ত মোট ৮২৭ জনের করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে। 

চ্যানেল নিউজ এশিয়া সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে করোনা ভাইরাস আক্রান্তদের তালিকাটি তৈরি করা হয়েছে যা ওই মারণ ভাইরাসে কোথায় ঠিক কতজন রোগী আক্রান্ত সেই বিষয়ে আপনাকে একটা সুস্পষ্ট ধারণা দেবে। 

দেশকরোনা আক্রান্তের সংখ্যা **মৃত্যু
চিন৮০,৭৯৩৩,১৬৯
ইতালি১২,৪৬২৮২৭
ইরান৯,০০০৩৫৪
দক্ষিণ কোরিয়া৭,৮৬৯৬০
ফ্রান্স২,২৮১৪৮
স্পেন২,২৭৭৫৪
জার্মানি১,৯০৮
মার্কিন যুক্তরাষ্ট্র১,৩০০৩৮
ক্রুজ শিপ (ডায়মন্ড প্রিন্সেস)৬৯৬
সুইজারল্যান্ড৬৫২
জাপান৫৬৮১২
ডেনমার্ক৫১৪
নেদারল্যান্ড৫০৩
সুইডেন৫০০
নরওয়ে৪৮৯
ব্রিটেন৪৬০
বেলজিয়াম৩১৪
কাতার২৬২
অষ্ট্রিয়া২৪৬
বাহরিন১৮৯
সিঙ্গাপুর১৭৮
মালয়েশিয়া১৪৯
হংকং১২৯
অস্ট্রেলিয়া১২৮
গ্রীস৯৯
ইজরায়েল৯৭
কানাডা৯৩
চেক প্রজাতন্ত্র৯১
আইসল্যান্ড৮৫
সংযুক্ত আরব আমিরশাহী৭৪
ভারত৭৩
কুয়েত৭২
ইরাক৭১
সান মেরিনো৬২
লেবানন৬১
মিশর৫৯
থাইল্যান্ড৫৯
ফিনল্যান্ড৫৯
পর্তুগাল৫৯
স্লোভানিয়া৫৭
ব্রাজিল৫২
ফিলিপিন্স৪৯
তাইওয়ান৪৮
রোমানিয়া৪৭
সৌদি আরব৪৫
আয়ারল্যান্ড৪৩
ভিয়েতনাম৩৮
ইন্দোনেশিয়া৩৪
পোল্যান্ড৩১
প্যালেস্তাইন৩০
জর্জিয়া২৪
চিলি২৩
ক্রুজ শিপ (গ্র্যান্ড প্রিন্সেস)২১
আলজিরিয়া২০
রাশিয়া২০
আর্জেন্টিন১৯
ক্রোয়েশিয়া১৯
পাকিস্তান১৯
ওমান১৮
ইকুয়েডর১৭
এস্তোনিয়া১৬
কোস্টারিকা১৩
হাঙ্গেরি১৩
দক্ষিণ আফ্রিকা১৩
আলবেনিয়া ১২
সার্বিয়া১২
আজারবাইজান১১
ব্রুনেই১১
পেরু১১
লাটভিয়া১০
ম্যাকাও ১০
স্লোভাকিয়া১০
বেলারুশ
কলম্বিয়া
পানামা
মালদ্বীপ
মেক্সিকো
বলগেরিয়া
আফগানিস্তান
লাক্সেমবার্গ 
উত্তর ম্যাসেডোনিয়া
তিউনিসিয়া
সাইপ্রাস
মাল্টা
মরোক্কো
বসনিয়া ও হার্জেগোভিনা
ডোমিনিকান রিপাব্লিক
ফ্রেঞ্চ গুয়ানা
নিউজিল্যান্ড
সেনেগাল
বাংলাদেশ
কম্বোডিয়া
কিউবা
লিথুয়ানিয়া
মার্টিনিক
বলিভিয়া
বুর্কিনা ফাসো
ক্যামেরুন
ফ্যারো দ্বীপপুঞ্জ
হুণ্ডুরাস
নাইজেরিয়া
সেন্ট মার্টিন 
এন্ডোরা
আমেনিয়া
ভুটান
চ্যানেল দ্বীপপুঞ্জ 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
জিব্রাল্টার
গুয়ানা
আইভরি কোস্ট
জামাইকা
জর্ডন
লিচেনস্টেইন
মোলদোভা
মোনাকো
মঙ্গোলিয়া
নেপাল
পেরাগুয়ে
সেন্ট বার্থলেমি
শ্রীলঙ্কা
টোগো
তুরস্ক
ইউক্রেন
ভ্যাটিকান সিটি 
** এই তালিকাটি ১২ মার্চ ২০২০তে রাত ৯টার সময় (IST) চ্যানেলনিউজিএশিয়া গ্রাফিকের উপর ভিত্তি করে আপডেট করা হয়েছে ... তালিকায় লাইভ আপডেটগুলি  পড়তে https://infographics.channelnewsasia.com/covid-19/map.html ক্লিক করুন...

দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৭৩ জন। করোনা ভাইরাস দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ছড়িয়েছে, আক্রান্তদের মধ্যে মোট ৫৬ ভারতীয় এবং ১৭ বিদেশি আছেন। দেখে নিন কোন কোন রাজ্যে কতজন এই ভাইরাসে আক্রান্ত: 

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকরোনা ভাইরাসের নিশ্চিত সংখ্যা (ভারতীয়) করোনা ভাইরাসের নিশ্চিত সংখ্যা (বিদেশি) *
দিল্লি
হরিয়ানা১৪
কেরল১৭
রাজস্থান
তেলেঙ্গানা
উত্তরপ্রদেশ১০
লাদাখ
তামিলনাড়ু
জম্মু ও কাশ্মীর
পঞ্জাব
কর্নাটক
মহারাষ্ট্র১১
ভারতে মোট রোগী৫৬১৭
* এই তালিকাটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ১২মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে তৈরি ... আরও জানতে ক্লিক করুন https://www.mohfw.gov.in/ -এ

.