This Article is From Apr 01, 2020

দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪০, মৃতের সংখ্যা পৌঁছল ৩৮-এ

দেশে ক্রমেই বাড়ছে করোনার প্রাদুর্ভাব। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৩৭-এ।

দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪০, মৃতের সংখ্যা পৌঁছল ৩৮-এ

করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে দেশজুড়ে

হাইলাইটস

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৪০
  • আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৩৭-এ
  • করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে
নয়াদিল্লি:

দেশে ক্রমেই বাড়ছে করোনার (Coronavirus) প্রাদুর্ভাব। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ (COVID-19) আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৩৭-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে ভাল খবর হল, ১৩৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রক এই পরিসংখ্যান প্রকাশ করেছে। দেশের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আরও দু'জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। ফলে বাংলায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৬। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।

দিল্লির মসজিদের সমাবেশে যোগদানকারীদের মধ্যে করোনা আক্রান্ত কমপক্ষে ১২৮

বুধবার স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হাওড়ার গোলাবাড়ি অঞ্চলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর গত মঙ্গলবার মারা গিয়েছেন এক ৫৭ বছর বয়সি ব্যক্তি। পাশাপাশি আরও এক ব্যক্তি বেলঘড়িয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার সকালে মারা গিয়েছেন। তাঁরও বয়স ৫৭। দ্বিতীয় ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণ এমনকী ভিন রাজ্যে যাওয়ারও ইতিহাস নেই বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।

দেশে অমিল করোনা সুরক্ষা কিট, এর মধ্যে সার্বিয়াকে চিকিৎসা সামগ্রী রফতানি ভারতের!

দিল্লির নিজামুদ্দিন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া আরও দশজনকে চিহ্নিত করা গিয়েছে বুধবার। এর মধ্যে হায়দরাবাদের ৯ জন রয়েছে। পুলিশের গোয়েন্দা বাহিনী ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত হওয়া ওই অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের উপরে নজর রেখেছে।

মঙ্গলবার রাত থেকে অন্ধ্রপ্রদেশে নতুন করে ৪৩টি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এৱ ফলে সে রাজ্যে সংক্রমণের ঘটনা বেড়ে দাঁড়াল ৮৭। সরকার জানিয়েছে, এঁদের মধ্যে বেশির ভাগই নিজামুদ্দিনে অংশগ্রহণকারী। পশ্চিম গোদাবরী জেলায় এই ভাইরাসের সংক্রমণের ১৩টি এবং কডপ্পা জেলায় ১৫টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। অথচ মঙ্গলবারের আগে পর্যন্ত পশ্চিম গোদাবরী জেলায় কারও আক্রান্ত হওয়ার কথাই জানা যায়নি।

জানা গিয়েছে, ওই রাজ্যে মঙ্গলবার রাত ন'টার পর থেকে ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ৩৩০ জনেরই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

.