Bengali | Edited by Indrani Halder | Friday April 24, 2020
ভারতে করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩,০৭৭ জন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ওই রোগে (Coronavirus Cases) আক্রান্ত হয়েছেন ১,৬৮৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, একদিনের মধ্যে COVID- 19 প্রাণ কেড়েছে আরও ৩৭ জনের, ফলে দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। তবে আশার কথা এটাই যে, সরকার জানাচ্ছে দেশে করোনা সংক্রমণের হার রৈখিক, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে এই সংক্রমণ বেড়েছে, হঠাৎ করে বড় কোনও কার্ভ দেখা যায়নি সংক্রমণের গ্রাফে। এই প্রসঙ্গে স্বাস্থ্যসঙ্কট মোকাবিলায় তৈরি গ্রুপের সভাপতি সি কে মিশ্র জানিয়েছেন, "COVID-19 ক্ষেত্রে বৃদ্ধি কম-বেশি এদিক-ওদিক হয়েছে; এটি প্রমাণ করছে যে, আমরা এই রোগকে আটকাতে যে কৌশলগুলি নিয়েছি তাতে কিছুটা হলেও সাফল্য মিলেছে"
www.ndtv.com/bengali