This Article is From May 09, 2020

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৮৮

Coronavirus Cases In Bengal: রাজ্যে এখন পর্যন্ত মোট ১,১৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৮৮

Coronavirus: দু'দিন আগে রাজ্যে এখনও পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ১১২ জন (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ
  • শুক্রবারই করোনা আক্রান্ত হয়েছেন আরও বহু মানুষ, মোটা আক্রান্ত ১,১৯৫ জন
  • এখনও পর্যন্ত এরাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৮ জনের
কলকাতা:

লকডাউনের মধ্য়েই বেড়ে চলেছে করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও হু-হু করে বাড়ছে কোভিড- ১৯ আক্রান্তের (Coronavirus Cases In Bengal) সংখ্যা। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের (Coronavirus) ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার) একদিনে নতুন করে ওই রোগে আক্রান্ত হয়েছে ১৩০ জন। শুধু সংক্রমণই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছে ওই মারণ রোগে ভুগে। স্বাস্থ্য বিভাগ এও জানিয়েছে শুক্রবারের আগে রাজ্যে একদিনের মধ্যে করোনা সংক্রমণের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি ছিল বুধবার, ওই দিন রাজ্যে ১১২ জন আক্রান্ত হয় কোভিড- ১৯ এ। সেই সংখ্যাকেও পেরিয়ে গেল শুক্রবারের সংক্রমণ সংখ্যা। গতকাল (শুক্রবার) যে ৯ জন মারা গেছে তার মধ্যে ৮ জনই কলকাতার এবং ১ জন মাত্র হাওড়ার বাসিন্দা। রাজ্য সরকারের মতে, করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ৮৮।

কলকাতার ভারতীয় জাদুঘরে করোনা, মৃত নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান

যদিও রাজ্যের করোনা পরিসংখ্যানের সঙ্গে বড়সড় ফারাক রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫১। রাজ্যের স্বাস্থ্য বিভাগ ৭২ জন মৃত্যুর কারণ হিসাবে অন্যান্য জটিল রোগের প্রতিক্রিয়া হিসাবে দেখিয়েছে।বাস্তবের সঙ্গে খাতায় কলমে পরিসংখ্যান নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ জন, তার পরেই রয়েছে হাওড়া জেলা, সেখানে নতুন করে ওই রোগ থাবা বসিয়েছে ৩৮ জনের শরীরে, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় আরও ৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন আরও আক্রান্ত হয়েছেন ওই রোগে, ১ জন করে নতুন আক্রান্ত হয়েছেন নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাতেও।

মসজিদের তিন তলা কোয়ারান্টাইন সেন্টার করতে কলকাতা পুরসভাকে প্রস্তাব

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১৯৫ জন, জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

গত ২৪ ঘণ্টায়, মোট ৩,০১৫ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনা টেস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত  গোটা রাজ্যে পরীক্ষিত নমুনার মোট সংখ্যা ৩৫,৭৬৭।

গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৭ জনকে হাসপাতালে রেখে করোনা চিকিৎসার পর সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠানো হয়েছে। তার মধ্যে একজন ৫২ বছর বয়সী রোগীও রয়েছেন, যিনি একটি বেসরকারি হাসপাতালে ৩৮ দিন ধরে ভেন্টিলেটারে ছিলেন। স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানিয়েছে, "২৯ মার্চ ওই ব্যক্তিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থা এমন হয় যে তাঁকে ২ মে পর্যন্ত টানা ভেন্টিলেটারে রাখতে হয়।"

এদিকে অসমের একজন ৬৮ বছর বয়সী ক্যান্সার রোগী, যাঁর শরীরে নভেল করোনা ভাইরাসের টেস্টের ফল পজিটিভ এসেছিল, তাঁকে শহরেরই একটি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। চিকিৎসা সহায়তায় করোনার প্রকোপ কাটিয়ে ওঠায় তাঁকেও শুক্রবার সন্ধেবেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

.