This Article is From Mar 13, 2020

হোস্টেল খালি করে দিতে পড়ুয়াদের নোটিশ আইআইটি দিল্লির, ২৯ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ আইআইটি কানপুরেও

আইআইটি দিল্লির পাশাপাশি আইআইটি কানপুরও সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ক্লাস বন্ধ রাখার। তারা জানিয়েছে, ২৯ মার্চ প্রতিষ্ঠানে সমস্ত পঠনপাঠন, পরীক্ষা বন্ধ থাকবে।

হোস্টেল খালি করে দিতে পড়ুয়াদের নোটিশ আইআইটি দিল্লির, ২৯ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ আইআইটি কানপুরেও

Coronavirus:আইআইটি দিল্লি ১৫ মার্চের মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছে পড়ুয়াদের।

হাইলাইটস

  • হোস্টেল খালি করে দিতে পড়ুয়াদের নোটিশ দিল দিল্লি আইআইটি
  • ১৫ মার্চের মধ্যে হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ
  • আইআইটি কানপুরও সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ক্লাস বন্ধ রাখার
নয়াদিল্লি:

দিল্লির আইআইটির (IIT Delhi) পক্ষ থেকে তাদের পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে রবিবারের মধ্যে হোস্টেল ছাড়ার। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসের (Coronavirus) মহামারি পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছাত্রদের ১৫ মার্চ, ২০২০ মধ্য রাত্রের আগে হোস্টেল ছাড়তে অনুরোধ করা হয়েছে। 
পড়ুয়াদের আরও জানানো হয়েছে, নালন্দা, আইরি বিভাগ এবং কাটওয়ারিয়া সারাই ও জিয়া সারাইয়ের অফ-ক্যাম্পাস হোস্টেলের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে। স্টুডেন্টস অ্যাফেয়ার্স-এর ডিন রাজেশ খান্না একথা জানিয়েছেন।

বৃহস্পতিবারই জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের সমস্ত ক্লাস ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

মহারাষ্ট্রে আরও ৩, সারা দেশে করোনা-আক্রান্ত বেড়ে ৮১

তবে রাজেশ খান্না জানিয়েছেন, পিএইচডির পড়ুয়ারা চাইলে ফিরতে পারেন যদি তাঁদের গবেষণা কোনও গুরুত্বপূর্ণ অবস্থায় থাকে। পাশাপাশি বিজেশি পড়ুয়ারাও এখানে থাকতে পারবেন বলে জানানো হয়েছে।

আইআইটি দিল্লির পাশাপাশি আইআইটি কানপুরও সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ক্লাস বন্ধ রাখার। তারা জানিয়েছে, ২৯ মার্চ প্রতিষ্ঠানে সমস্ত পঠনপাঠন, পরীক্ষা বন্ধ থাকবে।

আতঙ্কিত হবেন না, বড় জমায়েত এড়িয়ে চলুন, করোনা রুখতে মুখ্যমন্ত্রীর পরামর্শ

যে সমস্ত পড়ুয়ারা বাড়ি গিয়েছে এবং ফেরার প্রস্তুতি নিচ্ছে তাদের জানানো হয়েছে ২৯ মার্চ পর্যন্ত তারা যেন বাড়িতেই থাকে।

যে পড়ুয়ারা ক্যাম্পাসে ফিরে এসেছে, তাদের জানানো হয়েছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য। 
যারা ক্যাম্পাসের মধ্যেই ছিল, তাদের সেখানেই থাকতে বলা হয়েছে। জানানো হয়েছে, তারা যেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাইরে কোথাও না যায়। 

.